কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ। গত সোমবার তাঁকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এমনকি জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডও ঘোষণা করেছেন আনচেলত্তি।

এখন শোনা যাচ্ছে, ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির এই নিয়োগের বিষয়ে তদন্তে নেমেছে ফিফা! ইতালিয়ান এই কোচের নিয়োগে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন আর্থিক বাজার উদ্যোক্তা দিয়োগো ফার্নান্দেজ।

ফিফা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে জানতে চেয়েছে, আনচেলত্তির এই নিয়োগে মধ্যস্থতা করা ফার্নান্দেজকে তারা কেন কমিশন হিসেবে মোটা অঙ্কের অর্থ দিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিবিএফকে জানিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, সিবিএফ ফার্নান্দেজকে কেন কমিশন হিসেবে ১২ লাখ ইউরো দিয়েছে, সেই বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে ফিফা। আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পেছনে ফার্নান্দেজের বড় ভূমিকা ছিল।

কার্লো আনচেলত্তির নিয়োগে নিয়োগে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন আর্থিক বাজার উদ্যোক্তা দিয়োগো ফার্নান্দেজ (ডানে).

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ