বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, শুধু তার নয়, ফারুক আহমেদের ‘অন্যায় সিদ্ধান্তে’ ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাংলাদেশের ক্রিকেটও। সমকালকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এই শ্রীলঙ্কান কোচ।

বাংলাদেশে তার দ্বিতীয় মেয়াদ শেষে অস্বাভাবিক বিদায় এবং তার বিরুদ্ধে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের অভিযোগ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমি কিছু খবর পড়েছি অনলাইনে। ভালো লেগেছে। সত্য প্রকাশ পেয়েছে। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। আমার একার না, বাংলাদেশের ক্রিকেটেরও বড় ক্ষতি হয়ে গেছে। এভাবে নিজেদের ক্ষতি করা উচিত হয়নি।’

তিনি আরও বলেন, ‘মানুষ অন্তত জানতে পারল আমি অন্যায় করিনি। আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, খলনায়ক বানানো হয়েছে আমি সেই ধরনের মানুষ নই। যে আমার অন্যায়ভাবে ক্ষতি করেছে, প্রকৃতিই তাকে শিক্ষা দিয়েছে। যেমন কর্ম তেমন ফল।’

হাথুরুর দাবি, পাকিস্তান সফরের শুরুতেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফারুক আহমেদ, যা আগেই তার কানে পৌঁছে গিয়েছিল। ‘লোক দিয়ে সে তথ্য আমার কাছে পাঠানো হয়েছিল। সংবাদ সম্মেলনেও আমি বলেছিলাম, আশা করি ব্যক্তিগত কিছু পেশাদারিত্বে প্রভাব ফেলবে না। কিন্তু আমার অনুমান ভুল ছিল,’ বলেন হাথুরু।

সাবেক এই কোচের অভিযোগ, ‘বিশ্বকাপ-পরবর্তী তদন্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে কিছু না থাকা সত্ত্বেও, ফারুক আহমেদ সেটিকে উপেক্ষা করে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কারও কথা শোনেননি, পেশাদার আচরণ করেননি। তার সিদ্ধান্তের কারণে বিসিবির বিশ্বাসযোগ্যতা ও দলের স্থিতিশীলতা দুই-ই নষ্ট হয়েছে।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখনও তার আবেগ কাজ করে জানিয়ে হাথুরু বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট আমার কাছে আবেগের জায়গা। পেশাদারিত্বের চেয়েও বেশি কিছু। বোর্ডের ভেতরে অস্থিরতা থাকলে তার প্রভাব মাঠে পড়ে। ম্যানেজমেন্ট ঠিক থাকলে আশা করি দ্রুত ঘুরে দাঁড়াবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ র ক আহম দ ফ র ক আহম দ

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগে

দেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।

সম্পর্কিত নিবন্ধ