রিয়াল মাদ্রিদের হয়ে খেলা নিয়ে যা বললেন ইয়ামাল
Published: 3rd, June 2025 GMT
দুর্দান্ত এক মৌসুম শেষ করেছেন লামিনে ইয়ামাল। মৌসুমজুড়ে গোল করে ও গোল করিয়ে বার্সার একের পর এক জয়ে অবদান রেখেছেন। পুরো মৌসুম দারুণভাবে কাটানোর পরও ইয়ামালের শেষটা অবশ্য হয়েছে আক্ষেপে। সম্ভাবনা জাগিয়েও চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা যে অধরাই থেকে গেছে।
এরপরও বার্সার হয়ে মাত্র ১৭ বছর বয়সে ইয়ামাল যেসব কীর্তি গড়েছেন, তা অনন্য। সম্প্রতি মৌসুম শেষে এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন ইয়ামাল, যেখানে মৌসুমে তাঁর নিজের ও দলের পারফরম্যান্সের ওপর আলো ফেলেছেন তিনি। পাশাপাশি কথা বলেছেন নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যতে কখনো রিয়াল মাদ্রিদে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হয় ইয়ামালের কাছে। উত্তরে ইয়ামাল বলেছেন, ‘আমার ক্যারিয়ারে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অসম্ভব।’
আরও পড়ুনইয়ামাল নন, কে হলেন চ্যাম্পিয়নস লিগের সেরা তরুণ খেলোয়াড়২০ ঘণ্টা আগেবার্সার খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়া থেকে এসেছেন ইয়ামাল। বয়স মাত্র ১৭ হলেও তিনি বার্সার ভবিষ্যৎ নন বর্তমান। এই ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কও খেলোয়াড়-ক্লাবের সাধারণ সম্পর্কের চেয়ে বেশি কিছু। ফলে ইয়ামালের পক্ষে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কথা বিবেচনা করা সত্যিকার অর্থেই অসম্ভব।
বার্সার হয়ে সম্প্রতি লা লিগা জিতেছেন ইয়ামাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।