আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়, বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল তাহলে কোন দেশের
Published: 12th, June 2025 GMT
পরপর দুটি কোপা আমেরিকা, মাঝে পরম আরাধ্য বিশ্বকাপ ও সঙ্গে লা ফিনালিসিমা। গত চার বছরে আন্তর্জাতিক ফুটবলের যতগুলো ট্রফি জেতা সম্ভব, সবই জিতেছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালের ফিফা র্যাঙ্কিংয়ে সেই যে শীর্ষে উঠেছে লিওনেল স্কালোনির দল, এখন পর্যন্ত সেই অবস্থান ধরে রেখেছে তারা। বলা যায়, গত চার বছরে বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দল আর্জেন্টিনা।
খুব স্বাভাবিকভাবেই এই সাফল্য আর্জেন্টাইন খেলোয়াড়দের বাজারমূল্য বাড়িয়েছে। তবে এরপরও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলটা আর্জেন্টিনার নয়। তাহলে কোন দেশের? বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্সের? না, তা–ও নয়। এমনকি নয় সর্বশেষ ইউরো জেতা স্পেন বা ভিনিসিয়ুস-রাফিনিয়া-রদ্রিগোর মতো তারকা ঠাসা ব্রাজিলেরও না।
তাহলে ফুটবলে এখন সবচেয়ে দামি দলটা এখন কোন দেশের?
উত্তরটা জানার আগে চলুন দেখা যাক সবচেয়ে দামি দল আসলে কীভাবে হিসাব করা হয়। ফুটবলের আর্থিক বিষয়াদি নিয়ে বিশ্বের অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে। তবে সবচেয়ে হালনাগাদ সম্ভবত ট্রান্সফারমার্কেট ওয়েবসাইটটি। ফুটবলের দলবদলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট কাজ করে ফুটবলারদের যাবতীয় তথ্য-উপাত্ত নিয়ে। তারা ফুটবলারদের বাজারমূল্যও বিচার করে। যেটা করা হয় ফুটবলারদের সাম্প্রতিক পারফরম্যান্স, বয়স, বাজারে তার চাহিদা এসব বিশ্লেষণ করে। সেই হিসাবে ট্রান্সফারমার্কেট বলছে, এখন বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলটা ইংল্যান্ডের।
ইংল্যান্ড ফুটবল দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ ব র সবচ য় আর জ ন ট ন ফ টবল র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন