ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মামলার কারণে আত্মগোপনে যান গাংনীর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু। এর পর প্রভাব খাটিয়ে অন্য ইউপি সদস্যদের চাপে ফেলে প্যানেল চেয়ারম্যান বনে যান ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সারগিদুল ইসলাম। শুরু হয় তাঁর দাপট। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা প্রকল্পের বরাদ্দ চাল নয়ছয়সহ উঠতে থাকে নানা অভিযোগ।

সম্প্রতি সারগিদুল ইসলামের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে– ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাল উপহারের তালিকায় মৃত ব্যক্তির নাম ঢুকিয়ে দেওয়া এবং ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রোগ্রামের আওতায় নারীদের চাল আত্মসাতের অভিযোগ। এমনকি মাতৃত্বকালীন ভাতার কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের বিষয়েও নানা জল্পনা আছে।

ইউনিয়ন পরিষদের সংরক্ষিত তথ্য ঘেঁটে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সরকার দরিদ্র অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঈদ উপহার দেওয়ার জন্য ১০ কেজি করে তিন হাজার ২০০ জনের জন্য চাল বরাদ্দ দেয়। বিতরণ শেষে প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে চাল পাওয়া ব্যক্তিদের তালিকা জমা দেন। ওই তালিকার ২৯৭১ নম্বরে আছে গোপালনগর গ্রামের মৃত মোফাজ্জেল হকের নাম।

মোফাজ্জেল হক ২০২৩ সালের ৭ এপ্রিল মারা যান বলে নিশ্চিত করেছেন ছেলে মিনারুল ইসলাম। তিনি বলেন, বাবার নামে চাল বরাদ্দ হয়েছে কিনা, জানেন না। তবে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে একজনের মাধ্যমে ১০ কেজি চাল পেয়েছেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি প্রকল্পের আওতায় অসচ্ছল নারীরা প্রতি পাঁচ মাস পরপর মাসে ৩০ কেজি করে চাল পান। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের বরাদ্দ চাল রায়পুরের নারীরা পেয়েছে ৫ জুন। তাদের কেউ তিন মাসের, কেউ চার মাসের চাল পেয়েছেন। বাকি চাল প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তাদের।

চাঁদপুর গ্রামের মো.

আবুছুদ্দীনের স্ত্রী আছিয়া খাতুনের নামে ভিডব্লিউবির একটি কার্ড আছে। পাঁচ মাস পরপরই মাসে ৩০ কেজি করে চাল পান তারা। আবুছুদ্দীনের ভাষ্য, জানুয়ারি-মে মাসের চাল জুনের শুরুতে পেয়েছেন। এ চাল একবারে বরাদ্দ হলেও পেয়েছেন তিন মাসের চাল। একই রকম ভাষ্য, ওই গ্রামের আব্দুল রহিমের। তাঁর পুত্রবধূ হেনা খাতুন ও শিমুলতলা গ্রামের রেক্সোনা খাতুনও তিন মাসের চাল পেয়েছেন।

ভুক্তভোগী অন্যরা নাম প্রকাশে রাজি হননি। তাদের ভাষ্য, কোথাও অভিযোগ দিলে তাদের কার্ড বাতিল হবে। নানাভাবে হয়রানির শিকার হতে হবে। 

কয়েকজন ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই সারগিদুল ইসলাম মামলার ভয় দেখিয়ে তাদের জিম্মি করে ফেলেন। পরে মাতৃত্বকালীন ভাতার কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণে অনিয়ম শুরু করেন। খাজনা আদায়ের টাকা ব্যাংকে না রেখে ইচ্ছেমতো খরচ করছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি তদন্ত করলে সব অভিযোগের সত্যতা মিলবে।

এসব বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, ‘লেখেন, সমস্যা নেই। জেল-ফাঁসি যা হয় তাই হবে। কাজ করতে গেলে ভুল হতেই পারে। আমি সচ্ছতার সঙ্গে পরিষদ চালানোর চেষ্টা করছি।’ 

উৎস: Samakal

কীওয়ার্ড: বর দ দ

এছাড়াও পড়ুন:

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব 

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

আরো পড়ুন:

মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা

শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

তিনি বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।”

প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম।”

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”

প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। খবর বাসসের। 

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির 
  • মিথ্যা প্রচার দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল
  • বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির রুমন চক্রবর্তী
  • ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
  • ইসমাইল হোসেন (মুরুব্বী) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 
  • যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি
  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
  • সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব