ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এঁদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২২১ জন। আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির (জরুরি পরিষেবা বিভাগ) কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, গাজার নেতজারিম করিডরে প্রতিদিন হাজার হাজার মানুষ ত্রাণের আশায় জড়ো হন। গতকালও তাঁরা ত্রাণের অপেক্ষায় ছিলেন। এমন সময় ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে। এ ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

বাসাম আবু-শার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে রাতভর হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে ইসরায়েলি সেনারা তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে সাঁজোয়া যান, বিমান ও ড্রোন দিয়েও হামলা করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৫ হাজার ৭০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ১০১ জন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

আগের ম্যাচে হংকংকে দুমড়েমুচড়ে দিয়ে নেট রান রেটটা আকাশে তোলে বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপ নাম বদলে এবার হয়ে গেছে এশিয়া কাপ রাইজিং স্টারস। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়ে সেমিফাইনালে বলতে গেলে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ।
কাতারের দোহায় আফগানিস্তান ‘এ’ দলকে আজ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল-রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নেমে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

৭ রানে ৩ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান

সম্পর্কিত নিবন্ধ