গাজায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত, ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার ১৫
Published: 19th, June 2025 GMT
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এঁদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২২১ জন। আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির (জরুরি পরিষেবা বিভাগ) কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, গাজার নেতজারিম করিডরে প্রতিদিন হাজার হাজার মানুষ ত্রাণের আশায় জড়ো হন। গতকালও তাঁরা ত্রাণের অপেক্ষায় ছিলেন। এমন সময় ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে। এ ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
বাসাম আবু-শার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে রাতভর হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে ইসরায়েলি সেনারা তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে সাঁজোয়া যান, বিমান ও ড্রোন দিয়েও হামলা করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৫ হাজার ৭০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ১০১ জন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
বনানীতে গুলিবিদ্ধ সেই হাসপাতালকর্মীর মৃত্যু
রাজধানীর বনানীতে গুলিতে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের এক সাবেক কর্মী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
নিহত জামান হোসেন (৪০) বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন এবং একসময় চতুর্থ শ্রেণির কর্মচারীর সংগঠনের (অফিস ক্লাব) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
জামান হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার রাত সোয়া ১০টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা-পুলিশকে জানানো হয়েছে।
জামানের বড় ভাই সালাউদ্দিন জানান, গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে চা খেতে যান জামান। এ সময় হঠাৎ মুখোশধারী দুই দুর্বৃত্ত দূর থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
জামানের ডান চোখের পাশে গুলি লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত জামান হোসেন মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।