ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এঁদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২২১ জন। আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির (জরুরি পরিষেবা বিভাগ) কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, গাজার নেতজারিম করিডরে প্রতিদিন হাজার হাজার মানুষ ত্রাণের আশায় জড়ো হন। গতকালও তাঁরা ত্রাণের অপেক্ষায় ছিলেন। এমন সময় ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে। এ ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

বাসাম আবু-শার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে রাতভর হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে ইসরায়েলি সেনারা তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে সাঁজোয়া যান, বিমান ও ড্রোন দিয়েও হামলা করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৫ হাজার ৭০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ১০১ জন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ