৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ ১৫তম পর্বে ইংরেজি ভাষা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১. ‘Oil’ is the example of which of the following?
ক.

Collective Noun
খ.  Material Noun
গ. Proper Noun
ঘ. Common Noun

২. I play____ guiter. I play on ____ piano. Fill in the blanks.
ক. No article, no article
খ. the, the
গ.  the,no article
ঘ. the,a

৩.What is the plural form of ‘Apex’?
ক. Apexs
খ.Apices
গ. Apicess
ঘ.  Apexess

৪. ‘Do you enjoy playing'? Here playing is_
ক. Gerund
খ.Participle
গ. Modifier
ঘ. None of them

৫.  A basket of vegetables _______  harvested from the garden.
ক.  were
খ.  was  
গ. has been
ঘ. have been

৬.  The meeting _______ at 11 AM.
ক. Come over
খ.come off
গ. Come round
ঘ.come out

৭. He is in the room.   Here the underlined phrase is_
ক. Adjectives
খ. Adverbial
গ. Noun
ঘ.Verbal

৮. Toma is blind____  one eye.
ক.to
খ.at
গ. of  
ঘ.in

৯. He just left. Here just is_
ক. Adjectives
খ.Verb
গ. Adverb
ঘ.None

১০. Whom did she accuse? Choose the correct passive form.
ক. Who was accused by her?  
খ. Who was being accused by her?
গ.Who had been accused by her?
ঘ. Who has been accused by her?

১১. When the thief saw the police, he ran away. Make it simple.
ক. Seeing the police, the thief ran away.  
খ. After seeing the police, the thief ran away.
গ. The thief ran away while seeing the police.
ঘ. When the  thief saw the police, he ran away.

১২.  Do or die. Make it complex.
ক. By doing all ,you will die.
খ. If you do,you will die
গ. If you do not do, you will die.
ঘ.If you do not, you will die.

১৩. X is wiser than Y.  Make it positive.
ক. Y is not wise as X.
খ. Y is not wise than X.
গ. Y is not so wise as X.
ঘ.Y is not less wise than X.

১৪.'ট্রেনটি চট্টগ্রামে যাবে' what is the correct translation of that sentence?
ক. The train is going to Chittagong.
খ. The train is bound for Chittagong.
গ. The train is coming back to Chittagong
ঘ. The train is leaving for  Chittagong.

১৫. Synonym of levity_
ক.Hilarity
খ.Tragedy
গ. Solemnity
ঘ. Gravity

১৬. Which of the following is the correctly spelt word?
ক. Iconoclastic
খ.Icoenoclastic
গ.Iconeoclastic
ঘ.Iconnoclastic

১৭. A tribute to someone who has just died_
ক. Hymn
খ.Eulogy  
গ. Elegy
ঘ. Pallbearer

১৮. By and by means?
ক. Soon
খ. By means of
গ. Essentially
ঘ.Utmost

১৯.Choose the Correct sentence?
ক. Do you know where does she live?
খ.Do you know where does she lives?
গ.Do you know where she lives?
ঘ. Do you know where does she lives in?

২০. Neither of the employees ____ the training session.
ক. has attended
খ.had attended
গ. was attended
ঘ. were attended

মডেল টেস্ট ১৫ এর উত্তর:  
১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ক। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ক।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএস প্রিলিতে কম উত্তীর্ণে কী বার্তা দিল পিএসসি

সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফলে অনেকের স্বপ্নভঙ্গ হয়েছে বলা যায়। প্রিলিমিনারিতে মাত্র ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণের বিষয়টি কল্পনাতীত ছিল, যেখানে জেনারেল, শিক্ষা ও কারিগরি মিলিয়ে মোট ক্যাডার পদসংখ্যা প্রায় ৩ হাজার ৪০০। অনেকে বলছেন, এতে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে অনেক পদ পূরণ হবে না। কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিষয়টি নিয়ে খুব বিচলিত বলে মনে হচ্ছে না। তারপরও প্রশ্ন থেকে যায়, অতীতে এর থেকে কম পদসংখ্যা থাকলেও পদের তুলনায় সাত-আট গুণ পর্যন্ত শিক্ষার্থীকে উত্তীর্ণ করা পিএসসির এবার এত কম উত্তীর্ণের পেছনে কৌশলগত কারণ কী হতে পারে? সেই বিষয়গুলোতে একটু আলোকপাত করা যাক।

পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানো

পদের তুলনায় কম উত্তীর্ণের একটা উল্লেখযোগ্য কারণ—বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানো। অনেক বছর ধরেই আলোচনায় ছিল পুরো নিয়োগপ্রক্রিয়া স্বল্পতম সময়ে শেষ করার জন্য সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ। বিগত ৪১তম বিসিএসের সার্কুলার থেকে শুরু করে নিয়োগ পাওয়া ব্যক্তিদের কর্মে যোগদানের মধ্যে অতিবাহিত হয়েছে পাঁচ বছরের বেশি সময়। এতে পরীক্ষার্থী থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র—সবাই বঞ্চিত হয়েছে। ১২ হাজার ৭৮৯ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল প্রকাশে সোয়া এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে ৪৫তম বিসিএসের পরীক্ষার্থীদের ক্ষেত্রে। প্রিলিমিনারিতে কম পরীক্ষার্থী উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন দ্রুততর হওয়া সম্ভব। সঙ্গে মৌখিক পরীক্ষার্থীর সংখ্যাও কমবে, তাই মৌখিক সাক্ষাৎকার গ্রহণ ও ফলাফল তৈরিও দ্রুততম সময়ে হবে।

নন-ক্যাডার আন্দোলনের প্রভাব

গত বেশ কয়েকটি বিসিএস ফলাফলের পর নন-ক্যাডারে নিয়োগ নিয়ে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত না হওয়া পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গিয়েছে। অনেক চাপ সৃষ্টিকারী গ্রুপ দাবি করছে যাতে প্রিলিমিনারি, লিখিত, ভাইভা পাস করলে পরীক্ষার্থীদের কোনো না কোনো পদে যাতে সুপারিশ করা হয়। কিন্তু বাস্তবতা হলো, প্রথম বা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের সংখ্যা এত বেশি নয় যে সবাইকে সুপারিশ করা সম্ভব। অধিকাংশই তৃতীয় শ্রেণির নন-ক্যাডার পদে যাচ্ছেন। এ ক্ষেত্রে অপেক্ষাকৃত কম পরীক্ষার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ করা পিএসসির জন্য সুবিধাজনক বলা চলে।

আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫

খাতা মূল্যায়নে নৈর্ব্যক্তিকতা বৃদ্ধি করা

খাতা মূল্যায়নে পিএসসি বেশ ইতিবাচক পরিবর্তন এনেছে। পরীক্ষকদের পিএসসিতে ডেকে নিয়ে এসে সার্কুলার সিস্টেমে প্রতি পরীক্ষককে দিয়ে একটি মাত্র প্রশ্নের মূল্যায়ন করা হচ্ছে। এতে খাতা দেখার গতি যেমন বাড়বে, তেমনি প্রত্যেক শিক্ষক একটি মাত্র প্রশ্নের উত্তর মূল্যায়ন করলে তাতে পরীক্ষকদের একই খাতা মূল্যায়নে নম্বরের বিচ্যুতি দূর হবে। এই সিস্টেমে খাতার সংখ্যা যত কম হবে, মূল্যায়ন ততই ভালো হবে বলা যায়।

পদ খালি থাকার চ্যালেঞ্জের সমাধান

পিএসসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এক বছরের ভেতরে ফলাফল প্রকাশ করতে পারলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি ক্যাডারে পদ খালি থাকলেও তাতে বড় সমস্যা হওয়ার কথা নয়। এর চেয়ে বড় সমস্যা সৃষ্টি হয় চূড়ান্ত যোগদানে পাঁচ বছর অতিবাহিত হলে। এতে দীর্ঘদিন মন্ত্রণালয়, মাঠপর্যায়ে জনবলসংকট বিরাজ করে। বরং এক বছরের রোডম্যাপ বাস্তবায়িত হলে এক বিসিএসে কোনো ক্যাডার পদে নিয়োগ আশানুরূপ না হলেও সে সংকট কাটাতে সর্বোচ্চ পরবর্তী ২ বিসিএস, অর্থাৎ দুই বছর সময় প্রয়োজন হবে। সর্বোপরি দীর্ঘ মেয়াদে এটি লাভজনকই বটে।
পিএসসি ইতিমধ্যেই তার রোডম্যাপ বাস্তবায়নে ইতিবাচক সূচনা করেছে। সর্বশেষ ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল ৯ দিনের মধ্যেই প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষাও দুই মাস পরই শুরু করবে বলে দৃঢ়প্রতিজ্ঞ। আমরাও এই ইতিবাচক পরিবর্তন ও নতুনত্বকে স্বাগত জানাই।

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএস পরীক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭তম বিসিএস প্রিলিতে কম উত্তীর্ণে কী বার্তা দিল পিএসসি