বর্তমানে প্রায়ই দেখা যাচ্ছে, একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৩ জুন রাজধানীতে সরকারি-বেসরকারি মিলিয়ে ২৩টি পরীক্ষা হয়, যা চাকরিপ্রার্থীদের জন্য ছিল অত্যন্ত দুর্বিষহ।
একটি পরীক্ষায় অংশ নিলে অন্যগুলো বাদ দিতে হয়। এভাবে একজন প্রার্থীর শ্রম, সময় ও অর্থ—সবই অপচয় হয়।
যানজট ও দূরত্বের কারণে একই দিনে দুটি পরীক্ষা দেওয়াও কষ্টকর হয়ে ওঠে। অথচ বিসিএস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি বিভাগীয় শহরে হতে পারে, তবে অন্যান্য পরীক্ষাও সেখানে আয়োজন করা সম্ভব।
চাকরির আবেদনের সময় পরীক্ষা কবে হতে পারে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় না। ফলে শেষ মুহূর্তে একাধিক পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় আবেদনকারীদের ভোগান্তিতে পড়তে হয়।
এ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন একটি কেন্দ্রীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান, যারা নিয়োগসংক্রান্ত যাবতীয় বিষয় তদারকি করবে। পিএসসিকে এ দায়িত্ব দিয়ে বা নতুন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন করে সব নিয়োগ পরীক্ষার সময় ও তারিখ সমন্বয় করা জরুরি।
একই দিনে একাধিক পরীক্ষা নেওয়া মানে চাকরিপ্রার্থীদের প্রতি অবিচার। এ অনিয়ম বন্ধে কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।
মো.
মিলন হোসেন
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ