ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৫, আহত ১৫
Published: 30th, June 2025 GMT
ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের অন্তত ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়ে। এছাড়া কারখানা সংলগ্ন একটি বাড়ি ভেঙে পড়ে এবং আরো একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার বেশিরভাগ কর্মী ও শ্রমিক ছুটে বাইরে বেরিয়ে এলেও এখনও কয়েকজনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১টি দমকল ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
আরো পড়ুন:
দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন শ্রীলীলা
আরবের অনেক দেশ ভারতের অন্তর্ভূক্ত ছিল, তারপর…
জেলাশাসক ও এসপি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে আগুন নেভানো ও উদ্ধারকাজের তদারক করছেন। তারা জানান, সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানায় মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজ ও খাবারে মেশানোর রাসায়নিক তৈরি হতো।
বিস্ফোরণের জেরে পুরো এলাকা রাসায়নিক ধোঁয়ায় ঢেকে যায়। এতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পুলিশ-প্রশাসন দ্রুত আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়।
ঢাকা/সুচরিতা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের
আগের ম্যাচে হংকংকে দুমড়েমুচড়ে দিয়ে নেট রান রেটটা আকাশে তোলে বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপ নাম বদলে এবার হয়ে গেছে এশিয়া কাপ রাইজিং স্টারস। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়ে সেমিফাইনালে বলতে গেলে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ।
কাতারের দোহায় আফগানিস্তান ‘এ’ দলকে আজ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল-রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নেমে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।