ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে: আসিফ
Published: 4th, July 2025 GMT
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বাংলাদেশের ফুটবল এখন পরিবর্তনের পথে।ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।”
শুক্রবার (৪ জুলাই) ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন টিএফএফ সভাপতি ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে উপদেষ্টা বলেন, “বাংলাদেশে তুরস্কের ফুটবল দল ও খেলোয়াড়দের অনেক অনুসারী রয়েছে। দুই দেশের মধ্যে একটি প্রীতি ম্যাচ শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
আরো পড়ুন:
বাংলাদেশে জাপানের সহযোগিতা বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
সন্ত্রাসে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
তিনি জানান, জাতীয় ফুটবল দলে বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এবং ঘরোয়া পর্যায়ে দীর্ঘমেয়াদি ফুটবল কাঠামো তৈরিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
বৈঠকে টিএফএফ সভাপতি বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্ট মাসেই বাংলাদেশ ও তুরস্কের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব।
এছাড়া তিনি কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং কারিগরি সহায়তায় তুরস্কের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনায় আসিফ মাহমুদ তুরস্কের আন্তর্জাতিক ভূমিকাও তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্বব্যাপী মানবিক ইস্যুতে তুরস্কের স্পষ্ট ও সাহসী অবস্থান আমাদের অনুপ্রাণিত করে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্ব মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে।”
বৈঠকের শেষে আসিফ মাহমুদ ঢাকায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল ইয়ুথ সামিট’-এ অংশ নেওয়ার জন্য টিএফএফ সভাপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
ঢাকা/এএএম/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত রস ক ত রস ক র উপদ ষ ট ট এফএফ ফ টবল
এছাড়াও পড়ুন:
ভুয়া ফুটবল দল গড়ে জাপানে আদম পাচার, পাকিস্তানে দালাল গ্রেপ্তার
পাকিস্তানে ফুটবল এজেন্ট পরিচয়ে মানব পাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। ভুয়া কাগজপত্র ব্যবহার করে অবৈধ অভিবাসীদের ফুটবল খেলোয়াড় সাজিয়ে জাপান পাঠাতেন ওয়াকাস আলী নামের ওই ব্যক্তি। তিনি শিয়ালকোটের পাসরুর শহরের বাসিন্দা। ১৫ সেপ্টেম্বর তাঁকে আটক করেছে এফআইএর গুজরানওয়ালা জোন।
এফআইএ এর এক সিনিয়র কর্মকর্তা জানান, ওয়াকাস আলী ১৭ জন অভিবাসীর সঙ্গে যোগসাজশ করে বোয়াভিস্তা ফুটবল ক্লাবের আমন্ত্রণপত্র ব্যবহার করে জাপানের ১৫ দিনের ভিসা সংগ্রহ করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এর খবরে বলা হয়, সেই সিনিয়র কর্মকর্তা দাবি করেন, ওয়াকাস আলী পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) ভুয়া রেজিস্ট্রেশন, চিঠি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নকল অনাপত্তিপত্র ব্যবহার করেন।
আরও পড়ুনকাশির সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এখন ফেরার অপেক্ষায়৪ ঘণ্টা আগেসিনিয়র কর্মকর্তার ভাষ্য, প্রধান সন্দেহভাজন ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ভুয়া ক্লাব গড়ে তোলেন এবং অংশগ্রহণকারী প্রত্যেকের কাছ থেকে তিনি ৪০ থেকে ৪৫ লাখ রুপি নিয়েছেন। ওই ব্যক্তিরা ২০২৪ সালের ১ জানুয়ারি জাপানে গিয়ে আর পাকিস্তানে ফেরেননি। এফআই-এর গুজরানওয়ালা জোনের পরিচালক মুহাম্মদ বিন আশরাফ ডনকে বলেন, সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।
তদন্তে জানা গেছে, ওয়াকাস আলী একই ধরনের আরেকটি প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। ২০২৫ সালের ১৫ জুন তিনি জাপানে ২২ সদস্যের একটি ভুয়া ফুটবল দল পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে জাপানের অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠায়। এরপর এফআইএ তদন্ত শুরু করে এবং ওয়াকাসকে গ্রেপ্তার করে মামলা রুজু করে।
আরও পড়ুনরেফারিকে মারধর, রাজশাহীকে জরিমানা, ৫ ফুটবলার ৪ ম্যাচ নিষিদ্ধ১৯ ঘণ্টা আগেএফআইএ অফিশিয়ালদের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, জাপানের বিমানবন্দর থেকে ফেরত আসা সেই ২২ জনের সবাই ফুটবল কিট পরে নিজেদের পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) খেলোয়াড় দাবি করেছিলেন এবং সঙ্গে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাল অনাপত্তিপত্র।
তবে জাপানের বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের সময় প্রতারণা ধরা পড়লে তাঁদের ফেরত পাঠায় অভিবাসন কর্তৃপক্ষ। যদিও প্রশ্ন থেকে গেছে, এসব ‘ভুয়া’ খেলোয়াড় কীভাবে পাকিস্তানের বিমানবন্দর পেরোতে সক্ষম হলো।