কুমিল্লায় কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার
Published: 7th, July 2025 GMT
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলা বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ও কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় মিজানুর রহমান প্রধানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দলীয় সূত্র জানায়, ৩ জুলাই রাতে আহমেদ হোসেন তালুকদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি সেদিন গোয়ালমারী থেকে ঢাকার বাসায় ফিরছিলেন। পথে গোয়ালমারী অটোরিকশা স্ট্যান্ডে একদল সন্ত্রাসী তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে ইন্ধন, মদদ ও নির্দেশনার প্রমাণ পাওয়া গেছে। এর আগে একই তারিখে ঘোষিত পাঁচ সদস্যের ইউনিয়ন কমিটিতে মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন। তবে তিনি সভাপতি পদ প্রত্যাশা করেছিলেন। কাঙ্ক্ষিত পদ না পেয়ে তিনি ক্ষুব্ধ হন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
দাউদকান্দি উপজেলা বিএনপির একাধিক নেতার ভাষ্য, মিজানুর রহমান প্রধান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, স্থানীয় লোকজনকে ঘরছাড়া করা ও বাজারের দোকান বন্ধ করে দেওয়ার মতো অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর আলম বলেন, আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের নাম উঠে আসে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাঁর জবাব সন্তোষজনক হয়নি। তদন্তেও অভিযোগের সত্যতা মেলায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। মিজানুর রহমান প্রধানের এ বহিষ্কারাদেশই প্রমাণ করে, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের স্থান নেই। বিএনপি কখনো কোনো অন্যায়কারীকে বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ
জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুপাশে ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করি খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।
উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।