জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। নিজের মত প্রকাশের জন্য, বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও অধিকারের জন্য আপনারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন, আপনাদের দাবির সঙ্গে আমরা আছি।”
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
ছাত্র সংসদের দাবি জানিয়ে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। আমরা বিভিন্ন সময় বলে আসছি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। আমরা আজ এই জায়গা থেকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে অতিদ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।”
আরো পড়ুন:
একটা সিটের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না: হাসনাত
জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে গাছ বিতরণ
সভায় এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা.
এছাড়া জুলাই আন্দোলনে শহীদ সাব্বিরের পরিবার, বৈষম্যবিরোধীর ইবির সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট ইসল ম
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে ট্রাক ঢুকে গেল লরির পেছনে, যন্ত্র দিয়ে কেটে চালকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ইউনুস সরদার (৬০)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিতেলগাঁ গ্রামের বাসিন্দা। তবে কাজের সুবাদে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেট এলাকায় থাকতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ইউনুস সরদার ট্রাকটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে সামনে থাকা চলন্ত খালি লরিতে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের পুরো অংশ লরির পেছনে ঢুকে যায়। ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, সামনের অংশ ভেঙে লরির ভেতর ঢুকে যাওয়ায় চালকের মরদেহ বের করা যাচ্ছিল না। পরে যন্ত্র দিয়ে ট্রাকের সামনের অংশ কেটে লাশ উদ্ধার করা হয়। এরপর বার আউলিয়া থানায় লাশ হস্তান্তর করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, ‘দুটি গাড়িই জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।