রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৪
Published: 5th, December 2025 GMT
রাজধানীর শাহবাগে ঢাকা মেডিকেলের বহির্বিভাগর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২৯) নামে বিটিভির ক্যামেরাম্যানের সহকারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আরো পড়ুন:
আড়াই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি
চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
বিটিভির গাড়িচালক আলমগীর হোসেন জানান, আজ শুক্রবার সকাল ১১টার দিকে বর্হিবিভাগ গেটের সামনে ২ জন যুবক পিছন দিক থেকে মাহফুজের ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল লতিফ (৫৫) নামে এক ভিক্ষুক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাবির মহসিন হলের প্রোক্টারিয়াল সদস্য ফারুক হোসেন জানান, আজ সকালে লোকটিকে রক্তাক্ত অবস্থায় মহসিন হলের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখন সে চিকিৎসাধীন রয়েছে।ছিনতাইকারীদের সন্দেহ ছিল তার কাছে মোটা অংকের টাকা আছে। এ কারণে তার বুকে ও মাথার ডান পাশে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। কিন্তু তার কাছ থেকে তারা টাকাপয়সা নিতে পারেনি।
আরো এক ঘটনায়, গেন্ডারিয়ার মুরগিটোলা এলাকায় ছিনতাইকারীর ছুরিঘাতে মোহাম্মদ তারেক মিয়া (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যাক্তি পেশায় রং মিস্ত্রি।
বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আহত তারেকের ভাই ইমন মিয়া জানান, গতকাল রাতে তিনি কর্মস্থল থেকে অটো রিক্সাযোগে বাসায় ফেরার পথে রিক্সাটি গেন্ডারিয়া মুরগিটোলা আসামাত্র তিনজন ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে এলোপাথারী ছুরিকাঘাত করে, এতে তার শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তার সাথে থাকা লক্ষাধিক টাকা ও দুটি মুঠোফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
অন্য এক ঘটনায় হাতিরঝিলের মিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তুষার মিয়া (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, তুষার মিয়া ইন্টারনেটে লাইনের কাজ করে। বিকেলে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মিরবাগ এলাকায় ২-৩ জন যুবক তার পথরোধ করে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিনতাইকারীদের হাতে আহত ৪ জন ঢাকা মেডিকেলে এসেছে। শারীরিক অবস্থা গুরুত্বের বিবেচনায় একজনকে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকা/তারা/
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই ত অবস থ য শ ক রব র ঘ ত কর এ ঘটন
এছাড়াও পড়ুন:
অবৈধভাবে সীমান্ত পাড়ি, কৃষক দলের নেতাকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে কৃষক দলের নেতাসহ দুইজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার দুপুরে হস্তান্তরপ্রক্রিয়া শেষে বিকেলে তাঁদের থানায় সোপর্দ করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল সিকদার (৩৩) ও তাঁর সহযোগী মো. আরিয়ান আহমেদ (২৪)। শাকিল সিকদার জেলা শহরের কান্দিপাড়ার বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি। আরিয়ান আহমেদ জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে শাকিল ও আরিয়ান কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন। ভারতের ৪৯ ব্যাটালিয়ন বিএসএফ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাঁদের আটক করে। আজ শুক্রবার দুপুরে কসবা সীমান্ত ২০৩৯ পিলার এলাকায় বিএসএফ ও ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে শাকিল ও আরিয়ানকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাঁদের কসবা থানায় সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবির কসবা ক্যাম্পের কমান্ডার সুবেদার নুরুল ইসলাম কসবা থানায় পাসপোর্ট আইনে একটি মামলা করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি জেলা শহরে শাকিলের প্রকাশ্যে গুলি করার ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হন। পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার সময় তিনি ও তাঁর সহযোগী বিএসএফের হাতে আটক হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, শাকিল ও আরিয়ান এখন কসবা থানার পুলিশের হেফাজতে আছেন। তাঁদের বিরুদ্ধে সদর থানায় আরও মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ওই দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া শাকিলকে এর আগে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।