দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া
Published: 5th, December 2025 GMT
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। আলেক্স ক্যারি ৪৬ ও মাইকেল নেছার ১৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
তার আগে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দলীয় সংগ্রহে আর ৯ রান যোগ করতে পারে। দলীয় ৩৩৪ রানে জোফরা আর্চার ৩৮ রান করে আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। টু ডাউনে নামা জো রুটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ২০৬ বল খেলে ১৫টি চার ও ১ ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন।
আরো পড়ুন:
ফখর জামানকে শাস্তি দিল আইসিসি
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
মিচেল স্টার্ক ২০ ওভারে ৭৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার, স্কট বোলান্ড ও ব্রেন্ডান ডগেট।
এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সবাই রান পান। টপ অর্ডারে ট্র্যাভিস হেড ৩৩, জ্যাক ওয়েদারল্ড ৭২, মার্নাস ল্যাবুশেন করেন ৬৫ রান। এরপর মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ৬১, ক্যামেরন গ্রিন ৪৫, আলেক্স ক্যারি অপরাজিত ৪৬ ও জশ ইংলিস করেন ২৩ রান।
বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ৩টি, বেন স্টোকস ২টি ও জোফরা আর্চার নেন ১টি উইকেট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে সীমান্ত ভৌমিক (২২) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ায় পরিবারকে বোঝাতে এমন ভুয়া শিক্ষার্থী সেজেছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে এনে প্রক্টর অফিসে হস্তান্তর করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের হেফাজতে রয়েছেন।
আরো পড়ুন:
বেরোবিতে শিক্ষার্থীকে ছাত্রদল নেত্রীর মামলার হুমকি
চট্টগ্রামে ৯টি সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত
সীমান্ত ভৌমিকের বাড়ি খুলনা সদরে। বাবা বিপ্লব ভৌমিক ও মা ভারতী ভৌমিক। ২০২৪ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করছিলেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের আরকে টাওয়ারের পাশে ভাড়া বাসায় থাকতেন সীমান্ত। কয়েক দিন ধরে সন্দেহজনক আচরণে তাকে নজরদারিতে রাখেন তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া কয়েকজন শিক্ষার্থী। পরে সন্দেহ আরো প্রবল হলে জিজ্ঞাসাবাদে সীমান্ত স্বীকার করেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) তারা তাকে প্রক্টরিয়াল অফিসে নিয়ে যান।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইখলাস বিন সুলতান বলেন, “শুনেছি সীমান্ত আরেকজনের কাছে টাকা চেয়েছে। কিছুদিন ধরে আচরণগত অসঙ্গতি ও বিভিন্নজনের কাছ থেকে টাকা চাওয়ার ঘটনায় সন্দেহ তৈরি হয়। আজ সকালে দেখা করে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এরপর আমরা তাকে প্রক্টর অফিস নিয়ে আসি।”
আটক সীমান্ত ভৌমিক বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিয়েছি, তবে চান্স পাইনি। আমার বাবা-মাসহ পরিবারের সবাই জানে যে আমি চবিতে পড়াশোনা করি।”
তার ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি বিভিন্ন দোকানদার ও শিক্ষার্থীদের কাছ থেকে মোট ১৮ হাজার ৬০০ টাকা ধার নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তাদের উদ্যোগে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সেজে ঘুরে বেড়ানো সীমান্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, তিনি বহুজনের সঙ্গে লেনদেনে জড়িত। তাকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার সাহেদুল আলম বলেন, “সীমান্ত এখন নিরাপত্তা দপ্তরের হেফাজতে আছে। তার বাবা-মাকে ডাকা হয়েছে। তারা কাল সকালে পৌঁছাবেন। তাদের উপস্থিতিতে আটক সীমান্তের লেনদেনগুলো পরিশোধ করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/মিজানুর/বকুল