চার বছর পর আবার ফিফা বিশ্বকাপের ড্র। পুরো বিশ্বের চোখটাই যেন আটকে গেল ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে বসেছিল এই ভাগ্য নির্ধারণী মিলনমেলা।
বলার অপেক্ষা রাখে না, গতবারের চ‌্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রেকর্ড পাঁচবারের বিশ্ব চ‌্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়েই আগ্রহটা ছিল তুঙ্গে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, কিলিয়ান এমবাপ্পের দেশ ও গতবারের রানার্সআপ ফ্রান্সকে নিয়েও বাড়তি আগ্রহ ছিল ফুটবল প্রেমিদের।

সহজ গ্রুপে ভাগ‌্য নির্ধারণ হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের। পর্তুগাল ও ফ্রান্সের গ্রুপটা তুলনামূলক কঠিন। তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম পর্বে তাদেরকেও খুব একটা বেগ পেতে হবে না।
ফিফা নির্ধারিত ১২টি শীর্ষ বাছাই দল ছিল ১ নম্বর পটে। ১ নম্বর পট থেকে জে গ্রুপে আর্জেন্টিনা এবং সি গ্রুপে জায়গা পায় ব্রাজিল। পর্তুগাল কে গ্রুপে ও ফ্রান্সের জায়গা হয় আই গ্রুপে।
বর্তমান চ‌্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপের অনান‌্য তিন প্রতিপক্ষ হলো, অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। এবং ব্রাজিল তাদের গ্রুপে পায় মরক্কো, স্কটল‌্যান্ড ও হাইতি। বড় নামের দুটি দলই সহজ গ্রুপে পড়েছে।

মরক্কো গত আসরে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনাল খেলে। ব্রাজিলকে কেবল নিজেদের গ্রুপে মরক্কো বাধা অতিক্রম করতে হবে। গতবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপে খেলা হয়নি স্কটল‌্যান্ডের। এবং হাইতির ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়।

ক‌্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা রোনালদোকে শুরু থেকেই বড় পরীক্ষা দিতে হবে। লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া তাদের গ্রুপে পড়েছে। এশিয়া কনফেডারেশন থেকে এসেছে উজবেকিস্তান। তাদের সঙ্গে থাকবে আরো একটি দল। এখনো নিশ্চিত হয় কে গ্রুপের চতুর্থ দল। প্লে-অফ খেলে ডিআর-কংগো, জামাইকা বা নিউ ক্যালেডোনিয়ার মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করবে।

ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। সেনেগাল বিশ্বকাপে চমকে দিতে পারে যেকোনো সময়। নরওয়ের ফুটবলের আলাদা সৌন্দর্য আছে। এছাড়া বাছাই পর্ব পেরিয়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় ইরাক, বলিভিয়া ও সুরিনাম।

মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৬ শহরে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ভেন্যুগুলোর মাঝে দুরুত্ব দুই হাজার ৮০০ মাইল।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ১২টি গ্রুপে আছে ৪টি করে দল।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন ট ন ব শ বক প পর ত গ ল

এছাড়াও পড়ুন:

স্কুলে ভর্তি: শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তিতে বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) মাউশি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বয়সের বিষয়ে কিছু সংশোধন আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির নিমিত্তে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারিকৃত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ২-এ শিক্ষার্থীর বয়স নির্ধারণ বিষয়ে সংশোধনী আনা হয়েছে।

আরও পড়ুনমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পছন্দক্রম–সংরক্ষিত আসন-আবেদন ফিসহ সব তথ্য২১ নভেম্বর ২০২৫

‘জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। (যেমন: ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্মতারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।’

আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় পড়াশোনা: ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা১০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েল থাকায় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জন করছে ইউরোপের কোন চার দেশ
  • এবার পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির  
  • ‘দৃশ্যম থ্রি’ নিয়ে নতুন খবর পাওয়া গেল
  • নাসা কি ঐতিহাসিক গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার বন্ধ করে দিচ্ছে
  • বাংলা একাডেমিতে ১০ ডিসেম্বর থেকে ‘বিজয় বইমেলা’ 
  • গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি
  • সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর রাস্তা বানাচ্ছে নরওয়ে
  • প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে নিউইয়র্ক ফ্যাশন উইক যে সিদ্ধান্ত নিল
  • স্কুলে ভর্তি: শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি