বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৫ নং ওয়ার্ড বিএনপি দোয়া
Published: 5th, December 2025 GMT
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৫ নং ওয়ার্ড বিএনপি উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর থানার চৌরাপাড়াস্থ সোমবাড়িয়া বাজার এলাকায় দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করে গেছে।
তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। এ জন্য তাকে আপোষহীন নেত্রী বলা হয়। আপনারা আমাদের গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
বন্দর থানার ২৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।
২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আল হাসানের সঞ্চলনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এডঃ বিল্লাল হোসেন, ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এডঃ আনিছ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক চৌধুরী, মোস্তাকুর রহমান, সদর থানা বিএনপি নেতা রাশেদ আহাম্মেদ টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মেম্বারসহ ২৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ দোয়া পরিচালনা করেন চৌরাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জলিল।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব গম খ ল দ
এছাড়াও পড়ুন:
আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেফতার দেখানো পাঁচ মামলার মধ্যে দুটিতে জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।
এদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার আদালতে জামিন শুনানি হয়।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা ও ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় আদালত আইভীর জামিন নামঞ্জুর করেছেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছি। হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই।
এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে তাকে আরও চারটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।
এদিকে গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।
ওই দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করে। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করে।
সেই সাথে গত ১৮ নভেম্বর পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত।