আবদুল হান্নান পেশায় দিনমজুর। পাঁচ কাঠা জমি আর টিনের ছাপরার একটি ছোট ঘরেই ছয় সদস্যের পরিবারের ঠিকানা। দিনমজুরের কাজ করে সংসার চলে কোনোরকমে। তবে আর্থিক সংকটের মধ্যেও মেয়েদের পড়াশোনা বন্ধ করেননি তিনি। তাঁর স্ত্রী গৃহস্থালি সামলানোর পাশাপাশি সব সময় মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিয়ে এসেছেন। অনেক কষ্ট ও সংগ্রামের পথ পেরিয়ে শেষ পর্যন্ত এ দম্পতির দুই মেয়ে বিসিএস ক্যাডার হয়েছেন। মা–বাবা ও ভাই–বোনদের নিয়ে এখন তাঁরা সেই পরিশ্রমের আনন্দ ভাগ করে নিচ্ছেন।

আবদুল হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। বিসিএস ক্যাডার হওয়া দুই মেয়ে হলেন সারমিন খাতুন ও খাদিজা খাতুন। ছোট বোন খাদিজা ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছেন। এবার বড় বোন সারমিন ৪৪তম বিসিএসে পশুসম্পদ ক্যাডার পেয়েছেন। দুই বোনের ভাষ্যমতে, তাঁদের এ অবস্থানে আসার পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি।

দুই মেয়ের সাফল্যে মা–বাবার আনন্দ সীমাহীন। বাবা আবদুল হান্নান বলেন, ‘কষ্ট কর‍্যাছি, মেয়েরা বাপ–মায়ের কষ্টের মর্ম বুঝ্যাছে। তারা সফল হয়্যা দ্যাখিয়্যা দিয়াছে। বাপ–মাকে সম্মানের জাগাতে লিয়া গেছে। গাঁয়ের মানুষ হামারঘে এ্যাখুন অনেক সম্মান দ্যাখায়। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দ্যায়।’

সারমিন খাতুন ২০০৮ সালে বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ–৫ পান। একই বিদ্যালয় থেকে ২০১১ সালে জিপিএ–৫ পেয়ে এসএসসি পাস করেন খাদিজা খাতুন। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আবদুর রাজ্জাক। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই দুই বোনের গল্প নিয়ে প্রথম আলোর ‘অদম্য মেধাবী’ সিরিজে প্রতিবেদন ছাপা হয়। এরপর সারমিন পান প্রথম আলো ট্রাস্টের বৃত্তি এবং খাদিজা পান হামদর্দ লিমিটেডের সহায়তা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে ভর্তির পর প্রথম আলো ট্রাস্টের বৃত্তির টাকাই ছিল সারমিন খাতুনের মূল ভরসা। ছোট বোন খাদিজাও ভর্তির সুযোগ করে নেন একই বিভাগে। তখন বৃত্তির টাকা ভাগাভাগি করে পড়াশোনার খরচ চালিয়েছেন দুই বোন। বিশ্ববিদ্যালয়ের হলে সারমিনের জন্য বরাদ্দ সিঙ্গেল সিট ব্যবহার করতেন ছোট বোন খাদিজা খাতুনকে সঙ্গে নিয়ে। একই বিষয়ে পড়ায় দুজনের জন্য আলাদা করে বইপত্র কিনতেও হয়নি।

কঠিন পথ পেরিয়ে বিসিএসে উত্তীর্ণ হওয়ার প্রতিক্রিয়ায় সারমিন বলেন, ‘আমাদের পরিবারের কষ্টের পথ অনেক লম্বা ছিল। প্রথম আলো ট্রাস্টের বৃত্তির সহায়তা ও মা–বাবার ত্যাগ না থাকলে আজকের অবস্থানে আসা সম্ভব হতো না।’

নিজ বাড়িতে বাবার সঙ্গে বড় মেয়ে সারমিন খাতুন। সম্প্রতি তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল ব স এস

এছাড়াও পড়ুন:

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, জিপিএ–৩ হলেই আবেদন

বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে (পুরুষ ও নারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৫ এবং চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ

পদের নাম:

১. সাধারণ ট্রেড (GD)

২. টেকনিক্যাল ট্রেড (TT)

শিক্ষাগত যোগ্যতা

১। সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.০০।

২। টেকনিক্যাল ট্রেড (TT): এসএসসি ভোকেশনালে সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ–৩.০০ অথবা এসএসসি/সমমান + ন্যূনতম তিন মাস মেয়াদি কারিগরি কোর্স। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন‘জজের মা’ ডাক শোনার আনন্দ মিলিয়ে গেল কান্নায়১৮ ঘণ্টা আগেবয়সসীমা

১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সর্বনিম্ন ১৭ বছর ও সর্বোচ্চ ২২ বছর হতে হবে।

শারীরিক যোগ্যতা

(পুরুষ)

উচ্চতা: ১.৬৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ১.৬৩ মিটার)

ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি

(নারী)

উচ্চতা: ১.৫৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ১.৫২ মিটার)

ওজন: ন্যূনতম ৪৭ কেজি

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির০১ ডিসেম্বর ২০২৫প্রশিক্ষণ

যোগ্য প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

আবেদনের নিয়ম

টেলিটক সিম থেকে এসএমএস করতে হবে। প্রাপ্ত USER ID ও Password দিয়ে এই সাইটে http://sainik.teletalk.com.bd](http://sainik.teletalk.com.bd আবেদন করতে হবে। আবেদন শেষে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে (৭ দিনের মধ্যে)

আবেদন ফি

৩০০ টাকা (পরীক্ষা ফি ২০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ১০০ টাকা)।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫

আবেদন শেষ: ২৫ জানুয়ারি ২০২৬

পরীক্ষার তারিখ ও কেন্দ্র

পরীক্ষার তারিখ ও স্থান পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটক থেকে এসএমএসে জানানো হবে।

আরও পড়ুনপরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন : শিক্ষা উপদেষ্টা২১ ঘণ্টা আগেযাঁরা আবেদন করতে পারবেন না

সশস্ত্র বাহিনী/সরকারি চাকরি থেকে বরখাস্ত

সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত

ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত

দ্বৈত নাগরিক

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ ৫ ডিসেম্বর, আবেদন ১১ ধাপে
  • রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ৬২ পদে নিয়োগ, করুন আবেদন
  • সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, জিপিএ–৩ হলেই আবেদন