নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেছেন,এই দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কবর রচনা কর করতে চাই।

শুক্রবার(৫ ডিসেম্বর) বিকেলে জামাতের কাঞ্চন পৌর শাখার আয়োজনে নির্বাচনী গনমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মোল্লা বলেন,মুচি থেকে শুরু করে ঠেলাগাড়ি, রিক্সা, ভ্যান চালক সহ সকল মানুষের যথাযথ অধিকার প্রতিষ্ঠা করতে চাই।যারা বেকার আছে সেই বেকারদের বেকারত্ব দূর করে দারিদ্র মোচন করতে চাই।

আর অবকাঠামোগত দিক দিয়ে একটি নতুন ব্যবস্থা চালু করতে চাই যেখানে স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ ও রাস্তাঘাট পরিকল্পিতভাবে হবে। রূপগঞ্জের মানুষকে এমন একটা গ্যারান্টি দিতে চাই যে, আপনারা শুধু আল্লাহকে ভয় করবেন। আর কাউকে ভয় করতে হবে না। 

তিনি বলেন,আমাদেরকে যদি আপনারা বিজয়ী করেন পার্লামেন্টের যদি আমরা ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারি। সেই সরকারের নমুনা হবে খোলাফায়ে রাশেদীনের মত। যেই খোলাফায়ে রাশিরিন প্রেসিডেন্টদের অনুভূতি ছিল ফোরাদ নদীর তীরেও যদি একটি কুকুর না খেয়ে মরে তাহলেও কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একই অনুভূতি নিয়ে আমরা রাষ্ট্রের পরিচালনা করতে চাই। 

এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, জেলা আইন সম্পাদক-এডভোকেট ইসরাফিল হোসাইন, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর ও পশ্চিম উপজেলা আমীর, আবদুল মজিদ ও মাওলানা ফারুক আহমাদ, দক্ষিণ, উত্তর ও পশ্চিম উপজেলা সেক্রেটারি, আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সচেতন পত্রিকার সম্পাদকের পিতা কাজী নূর হোসেন মিয়ার ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিনের সম্পাদকের পিতা কাজী নূর হোসেন মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার দুপুরে গলাচিপা জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এসময় দোয়া পরিচালনা করেন, গলাচিপা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুসফিকুর রহমান।দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে কাজী আসলাম মিয়া, কাজী মো. ইসলাম মিয়া ও কাজী মো. আনোয়ার মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন মো. পাপ্পু, মো. রানা, মো. দেলোয়ার, মো: রবিন, মো. ইসমাইল মিয়া, মো. মজিবুর মিয়া, মো. মনির মিয়া, মো. ফয়সাল, প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ