সাংহাই থিয়েটার উৎসবে মূল বক্তা ইসরাফিল শাহীন
Published: 6th, December 2025 GMT
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নাট্যশিক্ষা ও সমকালীন থিয়েটার চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় থিয়েটার শিক্ষাপ্রতিষ্ঠান উৎসব ও পরিচালকদের সম্মেলন ২০২৫-এ মূল বক্তা হিসেবে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। চীনের সাংহাই থিয়েটার একাডেমিতে অনুষ্ঠিত এই উৎসব ও সম্মেলন শুরু হয় ২৮ নভেম্বর এবং শেষ হয় ৪ ডিসেম্বর।
অধ্যাপক শাহীন জানান, ২৯ নভেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোরাম ‘থিয়েটারের ভবিষ্যৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক অধিবেশনে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তাঁর বক্তৃতার বিষয় ছিল সরাসরি ও ডিজিটাল থিয়েটারের মধ্যে সেতুবন্ধ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা।
বক্তৃতায় তিনি তুলে ধরেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে সরাসরি থিয়েটারের ক্ষণস্থায়ী অভিজ্ঞতাকে নথিভুক্তকরণ, সংরক্ষণ, তাৎক্ষণিক অভিনয় ও অংশগ্রহণমূলক গল্প বলার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি দীর্ঘস্থায়ী ও পারস্পরিক শিল্প-অভিজ্ঞতায় রূপ দেওয়া যায়।
কর্মশালায় ইস্রাফিল শাহীন। ছবি: সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিনভর আনন্দ উৎসবে ‘সোনার মানুষ’ হওয়ার প্রত্যয়
জেরিন, নিশাত ও নুসরাত তিনজনই ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পড়াশোনার চাপে ফলাফলের পর তিন বান্ধবীর আর দেখা হয়নি। আজ বুধবার কৃতী শিক্ষার্থী উৎসবে দেখা হওয়ায় তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন।
নিশাত তাসনিম বলেন, ‘পড়াশোনার চাপে অনেক দিন বান্ধবীদের সঙ্গে দেখা হয়নি। আজ দেখা হয়ে খুব ভালো লেগেছে। শুধু আড্ডা নয়, সবার ভর্তি প্রস্তুতি ও ভবিষ্যৎ ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।’
আজ ময়মনসিংহে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী উৎসব ২০২৫’–এ যোগ দিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন কৃতী শিক্ষার্থী নিশাত তাসনিম। ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত উৎসবে নিবন্ধন করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। উৎসবে সহযোগিতা করে ময়মনসিংহ, জামালপুর ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ প্রতিপাদ্যে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে এবারই প্রথম এই উৎসবের আয়োজন করেছে প্রথম আলো। চট্টগ্রাম, রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহীর পর আজ ময়মনসিংহে হলো ষষ্ঠ এ আয়োজন। অন্য বিভাগগুলোয়ও এমন আয়োজন হবে। উৎসবের পৃষ্ঠপোষক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
সকাল থেকেই কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে টাউন হল মাঠ। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। জীবনের লক্ষ্য লেখার বোর্ডে অনেকে লিখছিলেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। এসব লেখায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বৃত্তি নিয়ে বিদেশ গমন কিংবা ভালো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা। বুধবার ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে