মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেল গাছে, তরুণ নিহত
Published: 6th, December 2025 GMT
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তরুণের নাম রিদুয়ানুল হক (১৮)। তিনি উপজেলার নালারকুল এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় কয়েকজন বলেন, রিদুয়ানুল দিনমজুরের কাজ করতেন। গতকাল বিকেল চারটার দিকে তিনি আরেকজনকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে আবদুল খালেক শাহ ঘাটা এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে গাছে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিদুয়ানুলের মৃত্যু হয়।
উপজেলার পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল রশিদ প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় মো.
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে রিদুয়ানুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
১৫ দিনে ৯ লাখ অনুসারী হারালেন অনুপম, নেপথ্যে কী
মাত্র ১৫ দিনের মধ্যে ৯ লাখ অনুসারী হারিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তাঁর অনুসারীসংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। অভিনেতা নিজেই তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এ ব্যাপারে তাঁর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের মালিকানাধীন এক্সে তাঁর উদ্দেশে একটি পোস্টও দিয়েছেন অনুপম। তিনি নিজের পোস্টে ইলন মাস্ককেও ট্যাগ করেন।
পোস্টটি অভিযোগ নয়, বরং পর্যবেক্ষণ বলে উল্লেখ করে অনুপম খের জিজ্ঞাসা করেন, মাস্ক বা তাঁর দলের কেউ কি জানেন যে প্রযুক্তিজগতে কী ঘটছে, কারণ এত বিপুলসংখ্যক অনুসারীর হঠাৎ চলে যাওয়া তাঁকে বিভ্রান্ত করেছে।
গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুপম খের একটি পোস্ট দেন। এই পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় মি. ইলন মাস্ক, গত ১৫ দিনে আমি ৯ লাখের বেশি অনুসারী হারিয়েছি! আপনি কি কারণটি জানেন? অথবা আপনার দলের কেউ? যাহোক, এটি একটি পর্যবেক্ষণ, অভিযোগ নয়! এখনো।’
অনুপম খেরের এ পোস্টের পরিপ্রেক্ষিতে তাঁর ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তাঁদের মতামত জানান। একজন ব্যবহারকারী অনুমান করেছেন, এক্সে যেসব অ্যাকাউন্ট সচল নয় বা বট অ্যাকাউন্ট, তা তারা সরিয়ে দিচ্ছে। এ কারণে এমনটি হতে পারে।
অনুপম খের। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম থেকে