বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: লালবাগ কেল্লার দুটি বৈশিষ্ট্য হলো:

১. দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি।

২. দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ ও একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।

প্রশ্ন: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য হলো:

১.

এ প্রাসাদের উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি লম্বা বারান্দা। ২. এ ছাড়া রয়েছে জলসাঘর, দরবার হল ও রংমহল।

প্রশ্ন: ‘পুণ্ড্রনগর’ কী এবং এটি কোথায় অবস্থিত?

উত্তর: মৌর্য আমলে মহাস্থানগড় ঐতিহ্যটি ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।

প্রশ্ন: উয়ারী–বটেশ্বরে প্রাপ্ত দুটি নিদর্শন সম্পর্কে লিখ।

উত্তর: উয়ারী–বটেশ্বরে প্রাপ্ত নিদর্শন হলো:

১. এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে।

২. এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্যমুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।

প্রশ্ন: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী? প্রধান তিনটি ধানের নাম লিখ।

উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এ দেশে প্রধানত আউশ, আমন ও বোরো—এই তিন ধরনের ধানের চাষ হয়।

প্রশ্ন: গম চাষের উপযোগী ঋতু কোনটি এবং কোন কোন অঞ্চলে গম উত্পাদন বেশি হয়?

উত্তর: শীতকাল গম চাষের জন্য উপযোগী ঋতু। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গম উত্পাদন বেশি হয়।

প্রশ্ন: ‘সোনালি আঁশ’ কাকে বলে? পাটের তৈরি কয়েকটি জিনিসের নাম লিখ।

উত্তর: পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়। পাটের তৈরি কয়েকটি জিনিস হলো—রশি, চট বা বস্তা, পাটের ব্যাগ, কার্পেট ইত্যাদি।

প্রশ্ন: পাটকলগুলো প্রধানত কোন কোন জেলায় অবস্থিত এবং নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কেন?

উত্তর: পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুরসহ নদীতীরবর্তী জেলায় অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন–সুবিধা।

রাবেয়া সুলতানা, িশক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ত

এছাড়াও পড়ুন:

জাবিতে আইএইজির ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং জিওলজি এন্ড দ্যা এনভায়রনমেন্টের (আইএইজি) ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলন আইএইজি বাংলাদেশ ন্যাশনল গ্রুপ ও নেপাল সোসাইটি অব ইঞ্জিনিয়ারিং জিওলজির (এনএসইজি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকাল ১০টায় শুরু হয়ে বিকাল পৌনে ৫টায় দুটি সেশনের মাধ্যমে শেষ হয়।

আরো পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া

চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, আইএইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপের সভাপতি ড. এ. টি. এম. শাখাওয়াত হোসাইন, সহ-সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজ আলম, কোষাধ্যক্ষ ড. হোসাইন মোহাম্মদ সায়েম প্রমুখ। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ভূতত্ত্ব বিশেষজ্ঞ, গবেষক, অধ্যাপক ও শিক্ষার্থীরা অংশ নেন। 

সম্মেলনে কাঠামোগত ভূতত্ত্ব, ভূমিকম্প ভূতত্ত্ব, সক্রিয় টেকটোনিক্স ওপর স্লাইড প্রেজেন্টেশন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থী মুকিত আজমাইন শাহরিয়ারসহ অন্যান্য বিশেষজ্ঞরা তাদের গবেষণা তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। 

সম্মেলনে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘‘আমি গর্বিত যে জাবি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ প্রথমবারের মতো নেপাল এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন আয়োজন করেছে। এখানে ভূতাত্ত্বিক বিজ্ঞান, জলবায়ু, ঝুঁকি এবং পরিবেশের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং গবেষকদের একত্রিত করেছে। ভূতাত্ত্বিক বিজ্ঞান শক্তি ও এশীয় সম্মেলনের দৃষ্টিভঙ্গি অবশ্যই একটি স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে। এই সম্মেলন বাংলাদেশ ও বাইরের সকল তরুণ ভূ-বিজ্ঞানি এবং পেশাদারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।’’ 

ঢাকা/আহসান/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার আবাসিক হলের নাম পরিবর্তন
  • জাবিতে শুক্রবার বসছে প্রজাপতি মেলা
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • সিজানের হ্যাটট্রিকে গ্রুপ ফাইনালে জাহাঙ্গীরনগর
  • শিল্পের দূষণে ডুবছে সাভার ও ধামরাইয়ের কৃষিজমি
  • জাদুঘরের নিয়োগে ‘প্রত্নতত্ত্ব’ বিষয় অন্তর্ভুক্তির দাবি
  • জাবিতে আইএইজির ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন