বাংলাদেশপন্থি সবাই নিরপেক্ষ নির্বাচন চায়: সাদিক কায়েম
Published: 5th, December 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেরে (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “নির্বাচন নির্ধারিত সময়েই হবে। বাংলাদেশপন্থি সবাই নিরপেক্ষ নির্বাচন চায়।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীতি এমপি পদপ্রার্থী শিশির মনিরের আয়োজনে যুব গণসমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডাকসুর ভিপি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ, গণহত্যার বিচারসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিল। তাই, নির্ধারিত সময়ে একটি ফ্রি ফেয়ার নির্বাচন করতে হবে। গত তিন মেয়াদে বিতর্কিত নির্বাচনে দেশের মানুষরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। মানুষ চায়, একটি সুষ্ঠু নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, এমনটাই প্রত্যাশা।
এ সময় তিনি খালেদা জিয়া সম্পর্কে বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন ফ্যাসিবাদী ব্যবস্থা ও আধিপত্যবাদের বিরুদ্ধ লড়াই করেছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ দোয়া করছে। আমরা আশা করছি, তিনি দ্রুতই আরোগ্য লাভ করবেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন—শিশির মিনির, ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা ও শাহীনুর রহমানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা/মনোয়ার/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন বলেন, দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশি-বিদেশি চিকিৎসকরা উনার সার্বিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। উনাকে যেকোনো মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। দেশনেত্রী যে অবস্থা এ সময় দেশবাসী সকলে ওনার জন্য দোয়া করছেন। ওনার যে অবস্থা একমাত্র আল্লাহই পারে ওনাকে সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে।
সুতরাং আজকে আমি জুম্মার নামাজের মাধ্যমে দেশবাসী উত্তোলন নেতা কর্মীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা দিয়ে সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। আমরা আপনাদের কাছে আমাদের দেশনেত্রী আমাদের মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন আমিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সহ- সভাপতি শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত,সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রানা, ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো.শাহাবুদ্দিন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলহাস সরকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সদস্য আব্দুর রশিদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সহ- সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।