গণভোট আর নির্বাচন একই দিনে হলে ‘হজ-পজ’-এর সম্ভাবনা রয়েছে: শাহজাহান চৌধুরী
Published: 5th, December 2025 GMT
গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হলে ‘হজ-পজ’ (বিশৃঙ্খলা) হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘হ্যাঁ–না ভোট কেন নির্বাচনের দিন দিতে হবে? আটদলীয় জোট দাবি করেছে পৃথক একটি দিনে হ্যাঁ–না ভোটের আয়োজন করতে হবে।’
আজ শুক্রবার নগরের লালদীঘি ময়দানে জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুসহ আট দাবিতে এ সমাবেশ হয়। জামায়াত ছাড়া বাকি দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
সমাবেশে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অসুবিধা কোথায়? নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে আপনাদের দুরভিসন্ধি রয়েছে। তাই আজকের এই লালদীঘির সমাবেশ থেকে বলতে চাই। সারা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’
আট দল আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্য নেতাদের বক্তব্য দেন। সমাবেশে দেওয়া পাঁচ দাবির মধ্যে রয়েছে, জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন; আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা; বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারের দৃশ্যময়তা নিশ্চিত করা এবং স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
সবচেয়ে জনপ্রিয় তারকা তারা
চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এ তালিকার সবার উপরে রয়েছেন ভারতীয় সিনেমার উঠতি নায়ক আহান পান্ডে। এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ‘সাইয়ারা’খ্যাত বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। এই প্ল্যাটফর্মে প্রতি মাসে ২৫০ মিলিয়নেরও বেশি দর্শকের পেজ ভিউয়ের ভিত্তিতে বাৎসরিক এই তালিকা তৈরি করা হয়েছে। খবর এনডিটিভির।
ভারতীয় অনেক জনপ্রিয় তারকাই এবার এই তালিকার সেরা দশে জায়গা পাননি। এ তালিকার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—আমির খান, ইশান কাট্টার, লক্ষ, রাশমিকা মান্দানা। এ তালিকার সপ্তম স্থানে জায়গা পেয়েছেন কল্যাণী প্রিয়দর্শন, অষ্টমে তৃপ্তি দিমরি, নবম রুক্মিণী বসন্ত ও দশম ঋষভ শেঠি।
আরো পড়ুন:
বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা
আলিয়া-কাজল-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা
চলতি বছরে ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন আহান পান্ডে। সেরার তকমা পেয়ে উচ্ছ্বসিত তিনি। এ অভিনেতা বলেন, “আমার কাছে এটি স্বপ্নপূরণের মতো। এ যেন পাওলো কোয়েলোর এক পূর্ণচক্র মুহূর্ত। সত্যি বলতে, এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তুলেছে; একইসঙ্গে আগামীর জন্য খুবই উচ্ছ্বসিত।”
কৃতজ্ঞতা প্রকাশ করে আহান পান্ডে বলেন, “আমি খুব শিগগির আমার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে ফিরতে চাই। এই সম্মান আমাকে এমন এক অভিনয় দিতে উত্সাহিত করছে, যা মানুষের হৃদয়ে ছাপ ফেলবে। ‘সাইয়ারা’ সিনেমায় আমি আমার নিজেকে সমর্পন করেছিলাম। আমার পাশে দাঁড়ানো পৃথিবীর প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাই। এই অর্জন আমাকে আজীবন লালন করার মতো কিছু দিয়েছে। তবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই সেই মানুষদের, যারা একজন হৃদরোগ বিশেষজ্ঞের নাতিকে ভালোবাসার বাহক হতে দিয়েছেন। এরচেয়ে বেশি কাব্যিক কিছু হতে পারে না।”
এই প্রাপ্তির পর প্রতিক্রিয়া ব্যক্তি করেছেন তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা অনীত পড্ডা। ‘সাইয়ারা’ সিনেমা তার জীবন বদলে দিয়েছে। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “সাইয়ারা’ সিনেমা আমাকে এমনভাবে বদলে দিয়েছে, যা আমি মাত্র বুঝতে শুরু করেছি। বিভিন্ন দেশ ও ভাষার মানুষ আমার কাজের সঙ্গে যুক্ত হয়েছেন—এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনেক দিন ধরেই বলিউড যাত্রা নিয়ে স্বপ্ন বুনে আসছিলেন আহান পান্ডে। যশরাজ ফিল্মসের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজার। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপান। এ সিনেমায় অনীত পড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান পান্ডে। এ জুটির রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা।
‘সাইয়ারা’ সিনেমার জ্বরে যখন বুঁদ হয়েছিলেন জেন-জিরা। তখনই আহান-অনীত জুটির প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়। এরপর এই প্রেমের গুঞ্জন উসকে দিতেও দেখা গেছে আহান পান্ডেকে। পরবর্তীতে এই গুঞ্জন উড়িয়ে দেন আহান পান্ডে। তার দাবি—“অনীত আমার ব্রেস্ট ফ্রেন্ড।”
চলতি বছরের ১৮ জুলাই মুক্তি পায় আহান-অনীত অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।
ঢাকা/শান্ত