আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৯: ০ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩: ১ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১: ০ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারার হতাশা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গ্রাস করছিল, ঠিক তখনই নুর উদ্দিন সজলের ঝলক।

৭০ মিনিট পেরিয়ে গেলে সবাই ধরে নিচ্ছিল খেলা গড়াবে টাইব্রেকারে। আর টাইব্রেকারে গেলে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়েরই জয়ের সম্ভাবনাই বেশি—এমনটাই ধরে নিচ্ছিলেন অনেকে। কারণ, সোনারগাঁওয়ের গোলরক্ষক জয় চক্রবর্তী নিজেদের প্রথম ম্যাচে টাইব্রেকারে দলকে জিতিয়ে নায়ক হয়েছেন।

কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে নাটকীয় মোড়। বাঁ দিক থেকে মাইদুল ইসলাম তিয়াসের ক্রসে অসাধারণ হেড নেন নুর উদ্দিন। গোলরক্ষক জয়ের সব চেষ্টা ব্যর্থ করে বল খুঁজে নেয় জাল। সেই একমাত্র গোলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হারায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে। ‘এইচ’ গ্রুপের ফাইনাল জিতে ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে জাহাঙ্গীরনগর।

দলকে জেতানো সেই গোলের জন্য ম্যাচসেরাও হয়েছেন নুর উদ্দিন। দলের অধিনায়ক ও প্রথম আসরের সেরা খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ বাংলাদেশ লিগে নিজ ক্লাবের খেলা থাকায় মাঠে থাকতে পারেননি। তবে তাঁকে ছাড়াই জমজমাট লড়াই জিতে মাঠ ছেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ঢাকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে গতকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ওঠে গণ বিশ্ববিদ্যালয়। আজ জাহাঙ্গীরনগরের আগে ষষ্ঠ ও সপ্তম দল হিসেবে ওঠে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকার বাইরে থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রামের প্রিমিয়ার ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৪৬টি দল নিয়ে শুরু হয়েছিল ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসর। আটটি গ্রুপের চ্যাম্পিয়নরা উঠেছে কোয়ার্টার ফাইনালে। এবারের আট দলের মধ্যে গণ, ফারইস্ট, এআইইউবি, রাজশাহী গতবারও শেষ আটে খেলেছে। নতুন এসেছে গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রিমিয়ার এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

প্রথম টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা জাহাঙ্গীরনগর গতবার গ্রুপ থেকেই বিদায় নেয়। দলটি আবার কোয়ার্টার ফাইনালে ফিরেছে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রথমবার এসেই শেষ আটে জায়গা করে নিয়েছে। ৭ ও ৮ ডিসেম্বর চারটি কোয়ার্টার ফাইনাল হবে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে।

বিশ্ববিদ্যালয় ফুটবলে নামীদামি দলগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবার শেষ আটে যেতে পারেনি। নক আউটভিত্তিক টুর্নামেন্টে তারা গ্রুপে দ্বিতীয় ম্যাচেই টাইব্রেকারে হেরে গেছে গতবারের রানার্সআপ এআইইউবির কাছে।

আজ দিনের প্রথম ম্যাচে ‘এফ’ গ্রুপের ফাইনালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কোনো লড়াই-ই করতে পারেনি গতবারের রানার্সআপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) সঙ্গে। এআইইউবি ৯-০ গোলে জিতেছে, যারা আগের ম্যাচে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ড্যাফোডিলকে বিদায় করে গ্রুপ ফাইনালে পৌঁছে।

এআইইউবির মূল স্ট্রাইকার মোহামেডানের সৌরভ দেওয়ান আসতে পারেননি মাঠে। মিডফিল্ডার লাবিবুর রহমানকে স্ট্রাইকার হিসেবে খেলান কোচ। কোচের আস্থার প্রতিদান দিয়ে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন লাবিব হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। দুটি গোলেও তাঁর সহায়তা ছিল। দুটি গোল করেন গোলাম রাব্বি, তিনটি গোলের উৎসও তিনি। এ ছাড়া গোল করেন আজিজুল হক, আরিফুল হক, আক্কাস আলী ও ওমর ফারুক।

এআইইউবি দলে আছেন দেশের পেশাদার ফুটবল লিগের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়েরা। যেমন ঢাকা মোহামেডানের ডিফেন্ডার আজিজুল হক, আরামবাগের মিডফিল্ডার আক্কাস আলী, রহমতগঞ্জের ডিফেন্ডার আলফাজ মিয়া, ব্রাদার্সের ডিফেন্ডার নাবিল খন্দকার এবং আরও কয়েকজন পেশাদার ফুটবলার। যদিও ড্যাফোডিলের বিপক্ষে গ্রুপ পর্বে টাইব্রেকারে তিনটি সেভ করে দলকে জেতানো গোলকিপার মেহেদী হাসান আজ মাঠে আসতে পারেননি, তাঁর জায়গায় খেলেছেন চ্যাম্পিয়নশিপ লিগে খেলা রাজিব ইসলাম।

দিনের দ্বিতীয় ম্যাচে ‘জি’ গ্রুপের ফাইনালে সেরা ছন্দে না থেকেও ফারইস্ট ৩-১ গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) হারিয়েছে। এ ম্যাচে বাংলাদেশ লিগে খেলা পুলিশ এফসির এম এস বাবলুকে পায়নি ফারইস্ট। তবে পেয়েছে আবাহনী ও জাতীয় দলের গোলকিপার পাপ্পু হোসেন, এই দলের ফরোয়ার্ড আাসাদুল মোল্লা ও ব্রাদার্সের ফরোয়ার্ড মেরাজ প্রধানকে। ম্যাচসেরা হয়েছেন মেরাজ প্রধান।

তিন ম্যাচের সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, ইস্পাহানি ফুডস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) আসিফুর রহমান চৌধুরী, ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের উপমহাব্যবস্থাপক মনিরুজ্জামান খান।

টুর্নামেন্টের প্রচার সহযোগী এটিএন বাংলা।

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

৭ ডিসেম্বর

ম্যাচ ৩৯: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

(সকাল ১০টা)

ম্যাচ ৪০: প্রিমিয়ার ইউনিভার্সিটি–ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

(বেলা ২টা)

৮ ডিসেম্বর

ম্যাচ ৪১: রাজশাহী বিশ্ববিদ্যালয়–আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ

(সকাল ১০টা)

ম্যাচ ৪২: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–গণ বিশ্ববিদ্যালয়

(বেলা ২টা)

সব ম্যাচই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য় র ট র ফ ইন ল ন র উদ দ ন ফ রইস ট য় ফ টবল শ ষ আট প রথম গতব র

এছাড়াও পড়ুন:

জাবিতে শুক্রবার বসছে প্রজাপতি মেলা

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হতে যাচ্ছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা, ২০২৫’। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা ১৫তম বারের মতো এ মেলার আয়োজন করছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মেলার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, “এ বছর আমরা ১৫তম প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক যুগের বেশি সময় ধরে এ মেলা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ এ মেলা দেখতে আসেন। প্রকৃতিতে প্রজাপতির গুরুত্ব কী, মানুষ এখানে এসে দেখতে পারেন, বুঝতে পারেন। একটা শিশু যখন চোখের সামনে এসব দেখতে পারে, তখন প্রজাপতিকে নিয়ে নতুনভাবে ভাবতে শেখে। প্রজাপতি টিকে থাকলে প্রকৃতি টিকে থাকবে। এ মেলায় এসে ইকোসিস্টেমে প্রজাপতির গুরুত্ব জানার মাধ্যমে আমরা সবাই সচেতন হতে পারব।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের মেলায় দেশের বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হবে। ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৫’ অ্যাওয়ার্ড যৌথভাবে পাচ্ছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহারিয়ার রাব্বি তন্ময় এবং নূরে আফসারী।

১৫তম এ আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন। বইটিতে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবিসহ এদের বায়োলজি ও শনাক্তকারী জিনভিত্তিক বিস্তারিত তথ্য আছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রজাপতি পার্ক ও গবেষণাকেন্দ্র।

দিনব্যাপী যা থাকছে
আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মেলা উদ্বোধন, অ্যাওয়ার্ড প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এরপর বর্ণাঢ্য র‍্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা এবং প্রজাপতির গল্পে পাপেট শো ও অরিগ্যামি প্রদর্শিত হবে।

অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে—দিনব্যাপী প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন এবং প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন। দুপুরের পর হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতিবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম
আয়োজক কমিটি জানিয়েছে, মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে প্রতিযোগীদের নাম নিবন্ধন করতে হবে। ছবি আঁকা প্রতিযোগিতায় নার্সারি থেকে তৃতীয় শ্রেণি (ক গ্রুপ) এবং চতুর্থ থেকে সপ্তম শ্রেণির (খ গ্রুপ) শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বারোয়ারি বিতর্ক এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা থাকছে। প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুজন করে শিক্ষার্থী দলগতভাবে অংশ নিতে পারবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও রেডিও তুমি।

ঢাকা/আহসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা- বাংলাদেশ ও বিশ্বপরিচয় : পাটকে সোনালি আঁশ বলে
  • জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার আবাসিক হলের নাম পরিবর্তন
  • ইউনাইটেডকে ৯ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে এআইইউবি
  • জাবিতে শুক্রবার বসছে প্রজাপতি মেলা
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • সিজানের হ্যাটট্রিকে গ্রুপ ফাইনালে জাহাঙ্গীরনগর
  • শিল্পের দূষণে ডুবছে সাভার ও ধামরাইয়ের কৃষিজমি
  • গোলকিপার মেহেদীর বীরত্বে চ্যাম্পিয়ন ড্যাফোডিলকে বিদায় করে এআইইউবির মধুর প্রতিশোধ