মুন্সীগঞ্জে কোরআন অবমাননার অভিযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন
Published: 6th, December 2025 GMT
মুন্সীগঞ্জ শহরের গনকপাড়া এলাকায় মো. হাসিব নামে একব্যক্তি গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কোরআন শরিফ পুড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মো. হাসিব (৩৫) মুন্সীগঞ্জ সদর উপজেলার গনকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাবা-ছেলে দুজনের নামেই মামলা করা হয়েছে বলে পুলিশ জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাসিব সকালে তার বাড়ির পাশে একটি পুরোনো কোরআন শরিফে আগুন দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শুক্রবার রাত ১১টার দিকে ক্ষুব্ধ জনতা হাসিবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসিবকে আটক করতে সক্ষম হলেও তাকে থানায় নেওয়ার সময় অসংখ্য মানুষ বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাৎক্ষণিক শাস্তির দাবি জানায়।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের শান্ত করতে এবং আইনগত প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বোঝাতে সচেষ্ট হন। এলাকাবাসীর দাবি, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে। অবস্থা বিবেচনায় তাকে থানায় নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
ঢাকা/রতন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে কোরআন অবমাননার অভিযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন
মুন্সীগঞ্জ শহরের গনকপাড়া এলাকায় মো. হাসিব নামে একব্যক্তি গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কোরআন শরিফ পুড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মো. হাসিব (৩৫) মুন্সীগঞ্জ সদর উপজেলার গনকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাবা-ছেলে দুজনের নামেই মামলা করা হয়েছে বলে পুলিশ জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাসিব সকালে তার বাড়ির পাশে একটি পুরোনো কোরআন শরিফে আগুন দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শুক্রবার রাত ১১টার দিকে ক্ষুব্ধ জনতা হাসিবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসিবকে আটক করতে সক্ষম হলেও তাকে থানায় নেওয়ার সময় অসংখ্য মানুষ বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাৎক্ষণিক শাস্তির দাবি জানায়।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের শান্ত করতে এবং আইনগত প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বোঝাতে সচেষ্ট হন। এলাকাবাসীর দাবি, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে। অবস্থা বিবেচনায় তাকে থানায় নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
ঢাকা/রতন/এস