সত্যকে তুলে ধরার জন্য প্রথম আলোর সাংবাদিকেরা সব সময় ঘটনার কাছাকাছি থাকেন। গুজবে কান দেন না, যা দেখেন তা–ই লেখেন। প্রথম আলো সব সময় সত্যের সন্ধান দেয়। প্রথম আলো এমন একটি সংবাদপত্র, যা প্রয়োজন প্রতিটি দিনের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য।

শুক্রবার বিকেলে বগুড়ায় প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথাগুলো বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার হোটেল লাভিস্তার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে ফরিদপুরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুটি অনুষ্ঠানেই সহায়তা করেন বন্ধুসভার বন্ধুরা।

বগুড়া

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে হোটেল লাভিস্তার হলরুমে জাতীয় সংগীতের মাধ্যমে সুধী সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ।
অতিথিদের মধ্যে বক্তব্যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নদী গবেষক তুহিন ওয়াদুদ বলেন, ‘প্রথম আলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অনেক ঘনিষ্ঠভাবে দেখার চেষ্টা করেছে। তারা ঘটনার কাছাকাছি থেকে আন্দোলনকারীদের দমন–নিপীড়নের ভেতরের খবর তুলে আনার চেষ্টা করেছে। প্রথম আলোর সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছে যা ঘটেছে, তা নিজেরা দেখে সেই সত্য তুলে ধরার চেষ্টা করেন।’

প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ বক্তব্য দিচ্ছেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল র অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

না’গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উদযান উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম’র সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী স্বাস্থ্য প্রকৌশলী মো. ইউসুফ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম। 

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাফরীন যোবায়রা সুরভী’র সঞ্চালনায় সভায় এনজিও প্রতিনিধি ও বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ৬-১১ ডিসেম্বর ২০২৫ দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে এ্যাডভোকেসী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথম আলো আজ শুধু পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান
  • নতুন প্রচারণা শুরু আকিজ সিমেন্টের
  • গবিতে ধর্ষণ-র‍্যাগিং: স্থায়ী বহিষ্কার ৫, শাস্তির আওতায় ১৭ শিক্ষার্থী
  • সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে: উপদেষ্টা
  • না’গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা