রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ডেইজি নামের সিংহীটিকে খাঁচায় ফেরানো হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে যায় ডেইজি। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সিংহীটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের

ডিএমপির ৫০ থানার ওসি বদল

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে রফিকুল ইসলাম বলেন, “সিংহীটি খাঁচা থেকে বের হয়ে গেছে। তবে এটি এখনো চিড়িয়াখানায় ৬ ফুট উচ্চতার নেটের ভেতরেই আছে। আমরা ইতোমধ্যে সিংহীটিকে চেতনানাশক দিয়েছি। সিংহীটি অচেতন হয়ে গেলে আবার খাঁচায় ফিরিয়ে আনা হবে।”

সিংহীটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “খাঁচার গেট সম্ভবত তালা মারা ছিল না। কোথাও কোনো ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি।”

বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় মোট ৫টি সিংহ রয়েছে বলে জানা গেছে।

তদন্ত কমিটি গঠন
সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মো.

বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

কমিটির অন্য সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে পেশ করবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

ঢাকা/আসাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর তদন ত

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া 

সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু-রোগমুক্তি ও দীর্ঘায়ূ সুস্থতা কামনায় আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নুর হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মনির হোসেনর সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নিনারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অখিল উদ্দিন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেরা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ৪নং বিএনপির অন্যতম নেতা হাজ্বী মো: কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাসির উদ্দীন, বিএনপি নেতা আবুল হাসান খান, মো: জহিরুর ইসলাম, মো: তাজুল ইসলাম, মো: রওশন আলী, আব্দুল মান্নান, আক্কাস আরী,  মো: তদবির, সালাউদ্দিন, আব্দুল মান্নান, মো: মিলন, মজিবুর রহমান, মেহের আলী, মো: জুয়েল, মোহাম্মদ আলী সহ ১নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 

সম্পর্কিত নিবন্ধ