হাসি–গান–গল্প নিয়ে আজ ফিরছে কক্সবাজারের সেই ‘ইত্যাদি’
Published: 5th, December 2025 GMT
নস্টালজিয়া, গান, হাস্যরস আর সমাজচিন্তার মেলবন্ধনে সাজানো ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আজ ফিরছে টিভি পর্দায়। কক্সবাজার সমুদ্রসৈকতে ধারণ করা ‘ইত্যাদি’র একটি সংকলিত পর্ব পুনঃপ্রচারিত হবে শুক্রবার, রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
ফাগুন অডিও ভিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ এই পর্বটি ধারণ করা হয়েছিল কক্সবাজারের মেরিন ড্রাইভ–সংলগ্ন সমুদ্রসৈকতে। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল সমুদ্র—এই অনন্য প্রাকৃতিক প্রেক্ষাপটকে ঘিরেই নির্মাণ করা হয়েছিল ‘ইত্যাদি’র মঞ্চ। পর্যটননগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও বৈচিত্র্য এই পর্বের বিভিন্ন পরিবেশনা ও প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন মাত্রায়।
দ্বৈতকণ্ঠে গেয়েছেন কক্সবাজারের সৈকত–শিল্পী জাহিদ এবং জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন বলেন, দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশি-বিদেশি চিকিৎসকরা উনার সার্বিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। উনাকে যেকোনো মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। দেশনেত্রী যে অবস্থা এ সময় দেশবাসী সকলে ওনার জন্য দোয়া করছেন। ওনার যে অবস্থা একমাত্র আল্লাহই পারে ওনাকে সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে।
সুতরাং আজকে আমি জুম্মার নামাজের মাধ্যমে দেশবাসী উত্তোলন নেতা কর্মীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা দিয়ে সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। আমরা আপনাদের কাছে আমাদের দেশনেত্রী আমাদের মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন আমিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সহ- সভাপতি শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত,সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রানা, ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো.শাহাবুদ্দিন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলহাস সরকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সদস্য আব্দুর রশিদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সহ- সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।