চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
Published: 5th, December 2025 GMT
রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বাইরে বের হয়ে গেছে। সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি সিংহটি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ালিউর রহমান এই তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
ডিএমপির ৫০ থানার ওসি বদল
সাদিক কায়েম সাইবার মামলা করায় ছাত্রদলের নিন্দা
তিনি বলেন, “আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি তার আঙ্গিনাতেই রয়েছে। আমরা সেটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সিংহটি কাউকে আঘাত করেনি।”
ওয়ালিউর রহমান বলেন, “আমাদের একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে। একটু মুভ করলেই শুট করে নিয়ন্ত্রণ করতে পারব।”
তিনি বলেন, “আমরা চারদিকে কর্ডন করে আছি। ভয়ের কোনো কারণ নেই।”
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, “মাঠ এরিয়ার খাঁচা থেকে একটি সিংহ পৌনে পাঁচটার দিকে বের হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাঁচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে।”
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বড়াইগ্রামের দাস গ্রামের জসিম উদ্দিন সরকার (২৮) ও একই উপজেলার হারোয়া গ্রামের সুমন হোসেন (৩৫)।
পুলিশ জানায়, জসিম উদ্দিন সরকার আজ শুক্রবার সকাল সাতটার দিকে মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থল পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছিলেন। পথে আকবর মোড় এলাকায় পৌঁছালে সড়কে থাকা বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা লেগে তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সুমন হোসেন গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে নাটোর শহরের নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হরিশপুর এলাকায় মাছভর্তি ট্রাক থেকে ছিটকে পড়া পানিতে তাঁর মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় অপর একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বড়াইগ্রামের জসিম উদ্দিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুমন হোসেনের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নাটোর সদরের দুর্ঘটনায় ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।