Prothomalo:
2025-12-05@11:49:07 GMT

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

Published: 5th, December 2025 GMT

চ্যাটজিপিটিতে ‘শপিং রিসার্চ’ নামের নতুন টুল যুক্ত করেছে ওপেনএআই। টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা অনলাইনে পণ্য অনুসন্ধান, একই ধরনের অন্য পণ্যের সঙ্গে দামের তুলনা করার পাশাপাশি নির্দিষ্ট পণ্যের গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। আর তাই রিয়েলটাইম তথ্যের ভিত্তিতে সহজে ভালো মানের পণ্য কেনার সিদ্ধান্ত নিতে টুলটি বিশেষভাবে সহায়ক হবে বলে জানিয়েছে ওপেনএআই।

ওপেনএআইয়ের তথ্যমতে, শপিং রিসার্চ টুলটি ব্যবহার করে বিভিন্ন পণ্যের দামের পরিবর্তন, রিভিউ, প্রাপ্যতা, স্পেসিফিকেশনসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে। পাশাপাশি দুই বা ততোধিক পণ্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনা করা যাবে। পণ্যের ওপর ছাড়, ডেলিভারির সময়সীমা বা অতিরিক্ত সুবিধার মতো বিষয়ও এখানে তুলে ধরা হবে। ব্যবহারকারীর বাজেট, পছন্দ বা নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক পরামর্শও দিতে পারে টুলটি।

টুলটি চালু করলে একটি ভিজ্যুয়াল ইন্টারফেস দেখা যাবে। সেখানে ব্যবহারকারীর বাজেট, পণ্যটির গুরুত্বপূর্ণ তথ্য শেয়ারের পাশাপাশি মেমোরি ফিচার সক্রিয় করলে দ্রুত সুনির্দিষ্ট ফলাফল জানা যাবে। বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারা, এ ধরনের সেবা ভবিষ্যতে ওপেনএআইয়ের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে পারে।

আরও পড়ুনচ্যাটজিপিটির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ১১ আগস্ট ২০২৫

ওপেনএআই জানিয়েছে, মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্মে লগইন করা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে টুলটি চালু করা হচ্ছে। ফ্রি, গো, প্লাস ও প্রো সব ধরনের প্ল্যানেই সুবিধাটি পাওয়া যাবে। চ্যাটজিপিটিকে অনলাইন কেনাকাটার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে গড়ে তুলতেই নতুন এ সুবিধা চালু করেছে ওপেনএআই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনচ্যাটজিপিটির কাছে দিনে কত কোটি তথ্য জানানোর অনুরোধ আসে ২৬ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে সোরা ও জেমিনি ৩ প্রো ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম

ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ওপেনএআই ও গুগল নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘সোরা’, ‘জেমিনি ৩ প্রো’ ও ‘ন্যানো বানানা প্রো’ বিনা মূল্যে ব্যবহারের সীমা নতুন করে নির্ধারণ করেছে। নতুন এ সিদ্ধান্তের ফলে আগের তুলনায় এআই মডেল ও অ্যাপগুলো বিনা মূল্যে ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ওপেনএআইয়ের তৈরি এআই ভিডিও তৈরির অ্যাপ সোরা ২ প্রতিদিন ছয়বার ব্যবহার করা যাবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সোরা বিভাগের প্রধান বিল পিবলস এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘বেশি ব্যবহারকারীকে সোরা ব্যবহারের সুযোগ দিতে চাই, তাই বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য দৈনিক ছয়বার জেনারেশনের সীমা নির্ধারণ করেছি।’

গুগলের নতুন এআই মডেল জেমিনি ৩ প্রো গত সপ্তাহে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। শুরুতে বিনা মূল্যে প্রতিদিন পাঁচটি প্রম্পট ব্যবহারের সুযোগ পাওয়া গেলেও এখন থেকে বিনা মূল্যের ব্যবহারকারীরা জেমিনি ৩ প্রোর বেসিক বা সাধারণ সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।

ন্যানো বানানা প্রো অ্যাপের মাধ্যমে প্রতিদিন বিনা মূল্যে সর্বোচ্চ তিনটি ছবি তৈরি করা গেলেও নতুন সীমা নির্ধারণ করায় এখন থেকে দিনে মাত্র দুটি ছবি তৈরি করা যাবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই ভিডিও তৈরির ক্ষেত্রে বিপুল কম্পিউটিং শক্তি প্রয়োজন হয়। আর তাই নিজেদের সার্ভারের ওপর চাপ কমাতে বিনা মূল্যের ব্যবহারকারীদের সুযোগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই ও গুগল।

সূত্র: টেক রাডার

সম্পর্কিত নিবন্ধ

  • বিনা মূল্যে সোরা ও জেমিনি ৩ প্রো ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম