মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা আরও বড় হতে যাচ্ছে, যেখানে ৩০টির বেশি দেশ অন্তর্ভুক্ত হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন নিরাপত্তা উদ্বেগের কারণে এই পদক্ষেপ নিচ্ছে। আগে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। নতুন তালিকায় কোন দেশগুলো যুক্ত হবে, তা এখনো জানানো হয়নি। তবে, দুর্বল সরকার ও পরিচয় যাচাইয়ে অক্ষম দেশগুলোর মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশে অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

এবার মাজায় গামছা বেঁধে নেমেছি: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “আমি কোরআনে ২৫ জন নবীর দোয়া পড়েছি। তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন। এবার মাজায় গামছা বেঁধে নেমেছি কার্যকর করব ইনশাল্লাহ। যদি দেশের ৩০০ এমপির মধ্যে ১৫১ জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারি, তাহলে এতদিন যা বলেছি, তা সংসদে বাস্তবায়ন করব।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া

বেরোবিতে শিক্ষার্থীকে ছাত্রদল নেত্রীর মামলার হুমকি

আমির হামজা আরো বলেন, “আমরা জানিই না ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতেই নিতে চাইনি। এখন অনেকেই ফতোয়াবাজি করছে। প্রতিদিনই ফোন আসেছে, আপনি লাইন মতো না থেকে বেলাইনে গেলেন কেন? আপনার লাইন ছিল কোরআন প্রচার করা, হঠাৎ এই রক্ত-পিচ্ছিল পথে এলেন কেন।”

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম অভিযোগ করে বলেন, “নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরই দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। অথচ এখন বলছে নির্বাচন পিছিয়ে গেলে তাদের কোনো সমস্যা নেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জরিপ করেছে।”

কর্মী ও সুধী সমাবেশে শহর জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মহসিন আলী, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার প্রমুখ।

কুষ্টিয়া/কাঞ্চন/এসবি

সম্পর্কিত নিবন্ধ