প্রজাপতি মেলায় প্রকৃতি বাঁচানোর বার্তা
Published: 5th, December 2025 GMT
সাদা রঙের জাল দিয়ে তৈরি ছোট একটি ঘরে ৭১টি টবে রাখা আছে গাঁদা ফুলের গাছ। গাছগুলোতে ফোটা হলুদ ও খয়েরি রঙের ফুলের ওপর ওড়াউড়ি করছে লাল, সবুজ, নীলসহ বাহারি রঙের প্রজাপতি। এসব প্রজাপতির নামও বাহারি—মিঞ্জি, বিন্তি, চিতা, কেশবতী।
আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন এলাকায় অনুষ্ঠিত ১৫তম প্রজাপতি মেলার দৃশ্য এটি। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে প্রতিবছর এই মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। এবারের প্রজাপতি মেলার স্লোগান ছিল ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’।
মেলা উপলক্ষে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদেরও ভিড় বাড়তে থাকে। অভিভাবকদের হাত ধরে মেলায় এসেছিল শিশু-কিশোরেরাও। হাতে ছিল নানা রঙের ফেস্টুন। কেউ কেউ পরেছিল মুখোশ। কারও গালে আঁকা প্রজাপতি। তরুণ-তরুণীরা এসেছিলেন শাড়ি-পাঞ্জাবি পরে। বাদ যাননি প্রবীণ ব্যক্তিরাও।
প্রজাপতির ডানার আদলে তৈরি জামা পরে বাবা শহীদুল ইসলামের হাত ধরে মেলায় এসেছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী আনিকা ইসলাম। সে বলে, ‘প্রজাপতি দেখেছি, ভালো লাগছে। অনেক প্রজাপতি দেখেছি। প্রজাপতির ডানা আছে, আমারও ডানা আছে।’
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা আক্তার বলেন, ‘প্রজাপতি আমাদের সংরক্ষণ করা যে দরকার, সেটা এ মেলায় আসলে আমাদের আবারও স্মরণ করা হয়।’
মেলায় প্রজাপতি দেখছেন অভিভাবক ও শিশুরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বব দ য
এছাড়াও পড়ুন:
দনবাস পুরোপুরি দখলে নেবে রাশিয়া, পুতিনের হুঁশিয়ারি
ইউক্রেনের দনবাস অঞ্চল থেকে সেনারা সরে না গেলে রাশিয়া শক্তি প্রয়োগ করে তা দখল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে সমঝোতার সম্ভাবনাও বাতিল করেছেন তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোয় বৈঠক হলেও রাশিয়া এখনো ওয়াশিংটনের সাড়ার অপেক্ষায় আছে। পুতিন জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু অংশে মস্কোর আপত্তি রয়েছে। বর্তমানে পুতিন ভারত সফরে রয়েছেন।