স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেছেন, দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটসমূহে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নিয়ে যায়।  

তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের ভূমিকম্প মোকাবিলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টীম প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। তাই সরকার উন্নত ও আধুনিক প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছেন। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় দূর্যোগ মোকাবেলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দেয়ার কথা জানান উপদেষ্টা। বিশেষ অবদানে ২২ জনকে দেয়া হয় সম্মাননা। 

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই। পুলিশ বাহিনী কাজ করে জনগণের জন্য, বাহিনীতে কোন সমস্যা থাকলে পরামর্শ দেয়ার সুযোগ আছে।

সরকার সে পরামর্শ সুপারিশ আকারে গ্রহণ করবে। এছাড়াও জুলাই–আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান কার্যক্রমের প্রশংসা করেন সরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

শেষ বিকেলে নুর উদ্দিনের দারুণ গোলে শেষ আটে জাহাঙ্গীরনগর

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৯: ০ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩: ১ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১: ০ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারার হতাশা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গ্রাস করছিল, ঠিক তখনই নুর উদ্দিন সজলের ঝলক।

৭০ মিনিট পেরিয়ে গেলে সবাই ধরে নিচ্ছিল খেলা গড়াবে টাইব্রেকারে। আর টাইব্রেকারে গেলে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়েরই জয়ের সম্ভাবনাই বেশি—এমনটাই ধরে নিচ্ছিলেন অনেকে। কারণ, সোনারগাঁওয়ের গোলরক্ষক জয় চক্রবর্তী নিজেদের প্রথম ম্যাচে টাইব্রেকারে দলকে জিতিয়ে নায়ক হয়েছেন।

কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে নাটকীয় মোড়। বাঁ দিক থেকে মাইদুল ইসলাম তিয়াসের ক্রসে অসাধারণ হেড নেন নুর উদ্দিন। গোলরক্ষক জয়ের সব চেষ্টা ব্যর্থ করে বল খুঁজে নেয় জাল। সেই একমাত্র গোলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হারায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে। ‘এইচ’ গ্রুপের ফাইনাল জিতে ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে জাহাঙ্গীরনগর।

দলকে জেতানো সেই গোলের জন্য ম্যাচসেরাও হয়েছেন নুর উদ্দিন। দলের অধিনায়ক ও প্রথম আসরের সেরা খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ বাংলাদেশ লিগে নিজ ক্লাবের খেলা থাকায় মাঠে থাকতে পারেননি। তবে তাঁকে ছাড়াই জমজমাট লড়াই জিতে মাঠ ছেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ঢাকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে গতকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ওঠে গণ বিশ্ববিদ্যালয়। আজ জাহাঙ্গীরনগরের আগে ষষ্ঠ ও সপ্তম দল হিসেবে ওঠে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকার বাইরে থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রামের প্রিমিয়ার ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৪৬টি দল নিয়ে শুরু হয়েছিল ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসর। আটটি গ্রুপের চ্যাম্পিয়নরা উঠেছে কোয়ার্টার ফাইনালে। এবারের আট দলের মধ্যে গণ, ফারইস্ট, এআইইউবি, রাজশাহী গতবারও শেষ আটে খেলেছে। নতুন এসেছে গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রিমিয়ার এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

প্রথম টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা জাহাঙ্গীরনগর গতবার গ্রুপ থেকেই বিদায় নেয়। দলটি আবার কোয়ার্টার ফাইনালে ফিরেছে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রথমবার এসেই শেষ আটে জায়গা করে নিয়েছে। ৭ ও ৮ ডিসেম্বর চারটি কোয়ার্টার ফাইনাল হবে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে।

বিশ্ববিদ্যালয় ফুটবলে নামীদামি দলগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবার শেষ আটে যেতে পারেনি। নক আউটভিত্তিক টুর্নামেন্টে তারা গ্রুপে দ্বিতীয় ম্যাচেই টাইব্রেকারে হেরে গেছে গতবারের রানার্সআপ এআইইউবির কাছে।

আজ দিনের প্রথম ম্যাচে ‘এফ’ গ্রুপের ফাইনালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কোনো লড়াই-ই করতে পারেনি গতবারের রানার্সআপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) সঙ্গে। এআইইউবি ৯-০ গোলে জিতেছে, যারা আগের ম্যাচে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ড্যাফোডিলকে বিদায় করে গ্রুপ ফাইনালে পৌঁছে।

এআইইউবির মূল স্ট্রাইকার মোহামেডানের সৌরভ দেওয়ান আসতে পারেননি মাঠে। মিডফিল্ডার লাবিবুর রহমানকে স্ট্রাইকার হিসেবে খেলান কোচ। কোচের আস্থার প্রতিদান দিয়ে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন লাবিব হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। দুটি গোলেও তাঁর সহায়তা ছিল। দুটি গোল করেন গোলাম রাব্বি, তিনটি গোলের উৎসও তিনি। এ ছাড়া গোল করেন আজিজুল হক, আরিফুল হক, আক্কাস আলী ও ওমর ফারুক।

এআইইউবি দলে আছেন দেশের পেশাদার ফুটবল লিগের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়েরা। যেমন ঢাকা মোহামেডানের ডিফেন্ডার আজিজুল হক, আরামবাগের মিডফিল্ডার আক্কাস আলী, রহমতগঞ্জের ডিফেন্ডার আলফাজ মিয়া, ব্রাদার্সের ডিফেন্ডার নাবিল খন্দকার এবং আরও কয়েকজন পেশাদার ফুটবলার। যদিও ড্যাফোডিলের বিপক্ষে গ্রুপ পর্বে টাইব্রেকারে তিনটি সেভ করে দলকে জেতানো গোলকিপার মেহেদী হাসান আজ মাঠে আসতে পারেননি, তাঁর জায়গায় খেলেছেন চ্যাম্পিয়নশিপ লিগে খেলা রাজিব ইসলাম।

দিনের দ্বিতীয় ম্যাচে ‘জি’ গ্রুপের ফাইনালে সেরা ছন্দে না থেকেও ফারইস্ট ৩-১ গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) হারিয়েছে। এ ম্যাচে বাংলাদেশ লিগে খেলা পুলিশ এফসির এম এস বাবলুকে পায়নি ফারইস্ট। তবে পেয়েছে আবাহনী ও জাতীয় দলের গোলকিপার পাপ্পু হোসেন, এই দলের ফরোয়ার্ড আাসাদুল মোল্লা ও ব্রাদার্সের ফরোয়ার্ড মেরাজ প্রধানকে। ম্যাচসেরা হয়েছেন মেরাজ প্রধান।

তিন ম্যাচের সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, ইস্পাহানি ফুডস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) আসিফুর রহমান চৌধুরী, ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের উপমহাব্যবস্থাপক মনিরুজ্জামান খান।

টুর্নামেন্টের প্রচার সহযোগী এটিএন বাংলা।

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

৭ ডিসেম্বর

ম্যাচ ৩৯: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

(সকাল ১০টা)

ম্যাচ ৪০: প্রিমিয়ার ইউনিভার্সিটি–ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

(বেলা ২টা)

৮ ডিসেম্বর

ম্যাচ ৪১: রাজশাহী বিশ্ববিদ্যালয়–আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ

(সকাল ১০টা)

ম্যাচ ৪২: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–গণ বিশ্ববিদ্যালয়

(বেলা ২টা)

সব ম্যাচই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে।

সম্পর্কিত নিবন্ধ