ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আকাশ কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সস্তাপুরস্থ এলজিডি  ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকাশ ফতুল্লা মডেল থানার ইসদাইর বুড়ির দোকান এলাকারমৃত কাশেম মিয়ার পুত্র।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক খন্দকার জহির উদ্দিন এর নেতৃত্বে উপ-পরিদর্শক  (নিঃ)/ রুবেল মিয়া ও মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুরস্থ এলজিইডি ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক কারবারি আকাশ কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ  ৯ টি মামলা রয়ছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া 

সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু-রোগমুক্তি ও দীর্ঘায়ূ সুস্থতা কামনায় আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নুর হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মনির হোসেনর সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নিনারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অখিল উদ্দিন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেরা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ৪নং বিএনপির অন্যতম নেতা হাজ্বী মো: কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাসির উদ্দীন, বিএনপি নেতা আবুল হাসান খান, মো: জহিরুর ইসলাম, মো: তাজুল ইসলাম, মো: রওশন আলী, আব্দুল মান্নান, আক্কাস আরী,  মো: তদবির, সালাউদ্দিন, আব্দুল মান্নান, মো: মিলন, মজিবুর রহমান, মেহের আলী, মো: জুয়েল, মোহাম্মদ আলী সহ ১নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
 

সম্পর্কিত নিবন্ধ