ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিন শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, ২ নং রেলগেট, ডিআইটি ও মন্ডলপাড়া হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির পরিবর্তন দেখিনি, শাসন ব্যবস্থা ও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। তাই আমরা এবার দেশ জাতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ-৪ আসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের রাস্তাঘাটের যে দুরাবস্থা তা নিরসন, জলবদ্ধতা ও গ্যাস সংকট সমাধান করবো।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ডেঙ্গু আক্রান্ত বিএনপি-জাসাস নেতা আনিসুল ইসলাম সানি হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ‘দেশের আলো’র সম্পাদক-প্রকাশক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জননেতা আনিসুল ইসলাম সানি মঙ্গলবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট ক্লিনিকে ভর্তি হয়েছেন।

তার শারীরিক অবস্থা জানতে গতকাল তার বাসভবনে ও পরে হাসপাতালে ছুটে যান মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত প্রার্থী মাঈন উদ্দিন আহমেদ, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশিদ মুকুল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী।

জননেতা আনিসুল ইসলাম সানির দ্রুত আরোগ্য কামনা করেছেন সর্বস্তরের নেতাকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর বর্ণাঢ্য মোটর সাইকেল শোডাউন
  • না’গঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের ৩য় দিনের কর্মবিরতি 
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া  
  • সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভূঁইয়া আর নেই, শোক
  • আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁও স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া
  • শীতার্ত রাতে শীতবস্ত্র নিয়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে ডিসি রায়হান
  • ডেঙ্গু আক্রান্ত বিএনপি-জাসাস নেতা আনিসুল ইসলাম সানি হাসপাতালে ভর্তি