ধামরাইয়ে কীর্ত্তনে ঢুকে মারধর, দাঁত তুলে নেওয়ার অভিযোগ
Published: 6th, December 2025 GMT
ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্ত্তন অনুষ্ঠানে ঢুকে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় মারধরে তার একটি দাঁত উপড়ে ফেলা হয় ও মাথায় রক্তাক্ত জখম করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী তিনজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো.
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন জামালের সঙ্গে বিবাদী একই এলাকার শাহীন সরদার (৪৫), রাব্বি সরদার (২০) ও সজীবের (২৩) কথাকাটাকাটি হয়। অভিযোগকারী জানান, এই বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে পরদিন হামলা চালানো হয়।
জামাল থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, ভাড়ারিয়া হিন্দুপাড়ার শিবমন্দিরের সামনে অনুষ্ঠিত লীলাকীর্তন চলাকালে বিবাদীরা আরো তিন-চারজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে লাঠি ও লোহার রডসহ দলবেধে তার ওপর হামলা করে।
ভুক্তভোগী মো. জামাল বলেন, ‘‘শাহীন সরদার লাঠি দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। এতে আমি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যাই।’’
অভিযোগে আরো বলা হয়, রাব্বি সরদার ঘুষি মেরে জামালের উপরের মাড়ির একটি দাঁত উপড়ে ফেলেন। এ সময় সজীব তাঁর জ্যাকেটের বুক পকেট থেকে জোর করে ৫ হাজার ২৫০ টাকা নিয়ে যান। অন্যরা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন। হামলার পর তিনি ধামরাই উপজেলার ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
জামাল বলেন, ‘‘ওরা চাইলেই আবার আমার ওপর হামলা করতে পারে। আমার জানমাল এখন নিরাপদ নয়।’’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঢাকা/সাব্বির/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হবে রাতে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার তারিখ আবারো পেছানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। এ বিষয়ে শনিাবর (৬ ডিসেম্বর) রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড।
আজ সকালে বিএনপির মির্ডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের দেওয়া তথ্য ছাড়া অনুমানভিত্তিক বা অন্য কারো তথ্য দিয়ে চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত নিউজ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না। দেশটি জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। যেটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাতে পারে।
শুক্রবার গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, “এয়ারক্র্যাফটের সমস্যা আছে, একই সঙ্গে বৃহস্পতিবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে।”
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। তার চিকিৎসায় দেশ-বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
ঢাকা/রায়হান/ইভা