বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদিরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কোনো ফ্যাসিবাদকে আর বরদাস্ত করা হবে না। কেউ যদি তাদের মতো আচরণের চেষ্টা করে, কেউ আর বরদাস্ত করবে না।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫ দফা দাবি আদায়ে ৮ দলের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জামায়াতসহ ৮ দলের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন

বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল

জামায়াতের আমির বলেন, “আমরা ৮ দলের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের মাধ্যমে। গ্রাম থেকে বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।”

সমাবেশে খেলাফতে মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেন, “আমরা বাংলাদেশের মালিকানা কায়েম করতে চাই। বাংলাদেশে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেদের অধিকার ও মালিকানা কায়েম করতে চাই।”

মামুনুল হক বলেন, “আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতী মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীনের কথা বলা হয়েছে, পুঁজিবাদ অর্থ ব্যবস্থা কবর দিয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরো বলেন, “আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন শুরু হবে। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ-এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই।” 

তিনি আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করার আহ্বান জানান।

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক রআন র র ব জয় ইসল ম

এছাড়াও পড়ুন:

দনবাস পুরোপুরি দখলে নেবে রাশিয়া, পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেনের দনবাস অঞ্চল থেকে সেনারা সরে না গেলে রাশিয়া শক্তি প্রয়োগ করে তা দখল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে সমঝোতার সম্ভাবনাও বাতিল করেছেন তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোয় বৈঠক হলেও রাশিয়া এখনো ওয়াশিংটনের সাড়ার অপেক্ষায় আছে। পুতিন জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু অংশে মস্কোর আপত্তি রয়েছে। বর্তমানে পুতিন ভারত সফরে রয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ