গাজীপুরের শ্রীপুরে ৪৩ বছর বয়সে এসএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য ইয়ার মাহমুদ। পরিবার চালাতে পড়াশোনার মাঝপথে থেমে গিয়েছিলেন তিনি। এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি দেখিয়েছেন, শিক্ষার কোনো বয়স নেই।

উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো.

ইয়ার মাহমুদ এবারের এসএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেডে পাস করেছেন। সোমবার (২১ জুলাই) প্রকাশিত ফলাফলে তার এ সাফল্য নিশ্চিত হয়।

পারিবারিক অভাব-অনটনে অষ্টম শ্রেণিতে থেমে যায় তার পড়াশোনা। কৃষক বাবার অসুস্থতা ও সংসারের দায়িত্ব এসে পড়ে কাঁধে। জীবন কাটে খেটে খাওয়া সাধারণ মানুষের মতোই। কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ কখনো হারাননি। মেয়েকে মাস্টার্স পর্যন্ত পড়ানো সেই বাবা অবশেষে নিজেও ফিরে যান স্কুলে।

আরো পড়ুন:

দুই স্কুলের ২২ শিক্ষক পাস করাতে পারেননি ৩০ শিক্ষার্থীকে!

এসএসসির ফল নিয়ে বগুড়া জিলা স্কুলে হট্টগোল

২০২৩ সালে তিনি ভর্তি হন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। সহপাঠীদের কৌতুক, হাসাহাসি উপেক্ষা করে নিয়মিত ক্লাস করেন, পড়েন এবং প্রস্তুতি নেন পরীক্ষার জন্য।

ইয়ার মাহমুদের একমাত্র মেয়ে স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক আরিফা খাতুন বলেন, “বাবা ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, কিন্তু দারিদ্র্য তাকে থামিয়ে দেয়। সেই বাবাই আজ আবার ছাত্র হয়ে এসএসসি পাশ করেছেন; আমরা খুবই গর্বিত।”

এ অর্জনে আনন্দিত ইয়ার মাহমুদের পরিবার ও আশপাশের প্রতিবেশীরাও। তিনি বলেন, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার। আজ জীবনের এই পর্যায়ে এসে আবার সেই পথেই হাঁটছি। এখন মনে হচ্ছে, চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়।”

তিনি আরো বলেন, “আমার স্ত্রী, মেয়ে, শিক্ষকরা সবসময় সাহস ও ভরসা জুগিয়েছেন। তাদের সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। এখন চাই, পড়াশোনাটা আরো সামনে নিয়ে যেতে।”

শুধু পাস করাই নয়, তার দৃষ্টিভঙ্গিও অনন্য। ইয়ার মাহমুদের কথায়, “চাকরি বা রাজনীতি—যে ক্ষেত্রেই থাকি না কেন, পড়াশোনার বিকল্প নেই। এমনকি কৃষি কাজেও শিক্ষার প্রয়োজন আছে।”

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, “ইয়ার মাহমুদের মতো মানুষরা সমাজে বড় ধরনের বার্তা দেয়। শিক্ষা যে বয়সের বাঁধা মানে না, তার জীবনের গল্পই তার প্রমাণ।”

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এসএসস প স কর

এছাড়াও পড়ুন:

সরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে। এ কার্যক্রমের আওতায় সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আবেদনের এ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বুধবার (৩০ জুলাই) থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে ১৪ আগস্ট পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীরা ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ সেপ্টেম্বরে। একই দিনে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।

আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ছে১৫ ঘণ্টা আগে

পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে

আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ভর্তি ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে
  • সরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ
  • ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে একাদশে ভর্তি, জেনে নিন সব তথ্য
  • মতলব দক্ষিণে এক বিদ্যালয়ের ২০ এসএসসি পরীক্ষার্থীর রোল নম্বরে অন্য শিক্ষার্থীদের নাম
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
  • আলিম প্রথম বর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ, ৩০ জুলাই আবেদন শুরু, ক্লাস ১৫ সেপ্টেম্বর