শামসুন্নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রসংগঠনগুলোর মোমবাতি প্রজ্বালন
Published: 24th, July 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। বুধবার সন্ধ্যায় পৃথকভাবে গণতান্ত্রিক ছাত্র জোট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই কর্মসূচি পালন করে।
২০০২ সালের ২৩ জুলাই রাতে শামসুন্নাহার হলে পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন ছাত্রসংগঠন কর্তৃক ছাত্রীদের ওপর চালানো নিপীড়নের প্রতিবাদে তখন ব্যাপক আন্দোলনের সূচনা হয়। ওই আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য পদত্যাগে বাধ্য হন। দিবসটি স্মরণে প্রতিবছর প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে থাকে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর তথ্যচিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচিসন্ধ্যায় ‘স্মৃতিতে প্রতিরোধ’ শিরোনামে তথ্যচিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শামসুন্নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে হলের মূল ফটকে তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন শেষে আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির সঞ্চালনায় ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ইশরাত জাহান এবং সভাপতিত্ব করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন।
প্রদর্শনীর শুরুতে ইশরাত জাহান বলেন, ‘আজ ২৩ জুলাই, শামসুন নাহার হল নির্যাতন দিবস। ২০০২ সালের এই দিনে রাতের আঁধারে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রদলের ক্যাডার ও পুলিশের যৌথ হামলায় হলের সাধারণ ছাত্রীরা নির্মম নির্যাতনের শিকার হন। দুই শতাধিক ছাত্রী আহত হন এবং ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এই বর্বর হামলার পেছনে প্রত্যক্ষ মদদদাতা ছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। শিক্ষার্থীরা প্রতিবাদে নামলে তাঁদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয় এবং উপাচার্য এই গণপ্রতিরোধকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে আখ্যা দেন— যেমনটা আমরা মাকসুদ কামালের ক্ষেত্রেও বিগত জুলাইয়ে প্রত্যক্ষ করেছি। তীব্র ছাত্র আন্দোলনের চাপে শেষ পর্যন্ত ওই উপাচার্যকে পদত্যাগে বাধ্য হতে হয়।’
রাজু ভাস্কর্যের সামনে গণতান্ত্রিক ছাত্রসংসদের মোমবাতি প্রজ্বালনদিবসটি উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বালন করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। পরে সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল আমিন সরকার বলেন, ‘আমরা জুলাই ঘটিয়েছি একটি পরিবর্তনের আশায়। পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি ক্ষমতাসীন সরকারের ছাত্রসংগঠনগুলো হলগুলোকে তাদের নিয়ন্ত্রণে রাখত। ২৪–এ আমরা এ ধরনের রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছি।’
মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, ‘আজকের এই দিনে শামসুন্নাহার হলে ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। সেদিন ছাত্রদলের তৎকালীন হায়েনারা পান্ডারা গুন্ডারা আমাদের বোনের ওপর নির্মম হামলা করেছিল, হলের ভেতর ঢুকে আক্রমণ করেছিল পুলিশ আমরা পূর্ববর্তী ইতিহাস থেকে জানি এ দেশে লেজুড়বৃত্তিক রাজনীতি কখনো সুখকর অনুভূতি দিতে পারেনি।’
ছাত্র ফেডারেশনের মোমবাতি প্রজ্বালনসন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মোমবাতি প্রজ্বালন শেষে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, ‘২০০২ সালের সেই ভয়াবহ ঘটনার পর আমাদের সিনিয়র ভাইবোনেরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা। তখনকার আন্দোলনের চাপে তৎকালীন উপাচার্য পদত্যাগে বাধ্য হন। ভবিষ্যতেও আমাদের যেকোনো নিপীড়নের বিরুদ্ধে সচেতন ও দৃঢ় থাকতে হবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।’
এ ছাড়া গণতান্ত্রিক ছাত্র জোটও মোমবাতি প্রজ্বালন করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক ছ ত র উপ চ র য তৎক ল ন উপলক ষ আম দ র ম মব ত
এছাড়াও পড়ুন:
পরিবহনশ্রমিকদের নির্বাচন কাল, চলবে না প্রাইম মুভারসহ কনটেইনারবাহী গাড়ি
আগামীকাল সোমবার কনটেইনার পরিবহনের গাড়িচালক ও সহকারীদের সংগঠন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে এ–সংক্রান্ত নির্বাচন উপপরিষদ।
কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্দর রিপাবলিক ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ রাখায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এই গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, ডিপো ও বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
বন্দরসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ও পরিবহনের কাজে ব্যাহত হবে। তাই পালাক্রমে ভোট দিয়ে যাতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়, সে জন্য তাঁদের আহ্বান জানাই।’
প্রাইম মুভার ট্রেলারে করে প্রতিদিন গড়ে রপ্তানি পণ্যবাহী দুই হাজার কনটেইনার ডিপোগুলো থেকে বন্দরে নেওয়া হয়। আবার আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডিপোতে নেওয়া হয় এ ধরনের গাড়িতে।
জানতে চাইলে কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সংগঠনটির সদস্যরা গাড়ি চলাচল স্বাভাবিক রেখে ভোট দিতে পারেন। তাহলে কাজের ক্ষতি হবে না।
এসব বিষয়ে জানতে চাইলে সংগঠনটির নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ প্রথম আলোকে বলেন, ভোটদানের সুবিধার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চাইলে ভোট দিয়ে গাড়ি চালাতে পারবেন যে কেউ। আশা করি দুপুরের পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।
ওয়াহিদুজ্জামান জাহিদ বলেন, কনটেইনার পরিবহনের সাড়ে ৯ হাজার প্রাইম মুভার ট্রেলার রয়েছে। ভোটার হলেন ১০ হাজার ৪৫২ জন। তিন বছর মেয়াদে এই নির্বাচনে ২৫ পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।