মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চারটি ইউনিয়নে বিএনপির সদ্য গঠিত কমিটি বাতিলের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ শনিবার বিকেলে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতা–কর্মীরা এই অবরোধ করেন।

১৫ জুলাই উপজেলার বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন করা হয়। গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্যসচিব আবদুর রহমান কমিটিগুলো অনুমোদন করেন। এর পর থেকে কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আসছেন পদবঞ্চিত ব্যক্তিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির বিক্ষুব্ধ নেতা–কর্মীরা। প্রথমে তাঁরা মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ ও প্রতিবাদসভা করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর নেতা–কর্মীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদের অনুরোধে বিকেল পাঁচটার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। নেতা–কর্মীদের অবরোধের কারণে ১৫ থেকে ২০ মিনিট মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা সদ্য গঠিত বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান। কমিটিগুলো টাকার বিনিময়ে করা হয়েছে, এমন অভিযোগ তুলে তাঁরা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্যসচিব আবদুর রহমানকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী। এতে অন্যদের মধ্যে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল (রিমু), গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (পান্নু) ও গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে যাঁরা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, কমিটিতে তাঁদের মূল্যায়ন করা হয়নি। একসময় যাঁরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন, এই কমিটিতে তাঁদের স্থান দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীর অভিযোগ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব টাকার বিনিময়ে মনগড়া কমিটি দিয়েছেন। কমিটি ঘোষণার আগে তাঁরা উপজেলা কমিটির অন্য কোনো সদস্যের সঙ্গেও আলোচনা করেননি।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহর মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি। আর সদস্যসচিব আবদুর রহমান বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জেলা কমিটির সঙ্গে আলোচনা করেই কমিটিগুলো করা হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস যসচ ব র আহ ব য ক য বদল র স কম ট র স র সদস য র রহম ন উপজ ল

এছাড়াও পড়ুন:

হামফ্রে ফেলোশিপ–ডাড স্কলারশিপ–আইডিবির প্রশিক্ষণ, আবেদন শেষ ৩১ জুলাই

আমেরিকা হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ, জার্মান সরকারের ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিংয়ে আবেদন চলছে। তিনটির আবেদনের সুযোগ আছে আর দুদিন। আগামীকাল ৩১ জুলাই শেষ হবে হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ, ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ এবং আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিংয়ের। আবেদনের পদ্ধতিসহ জেনে নিন এসব বৃত্তি ও ফেলোশিপের বিস্তারিত তথ্য।

১. হামফ্রে ফেলোশিপ: মাসিক ভাতাসহ ১০ মাস আমেরিকায় পড়াশোনার সুযোগ

১০ মাসের হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপে বেসরকারি সংস্থাসহ সরকারি ও বেসরকারি খাতে পেশাজীবীরা আবেদন করতে পারবেন।

ফেলোশিপের সুযোগ-সুবিধা—

নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে;

প্রয়োজন হলে প্রাক্‌-একাডেমিক ইংরেজি ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে;

জীবনযাত্রার ব্যয় ভাতা;

এককালীন সেটলিং ভাতা;

দুর্ঘটনা ও অসুস্থতাজনিত ব্যয় ভাতা;

বই কেনার খরচ;

কম্পিউটার কেনার জন্য এককালীন ভাতা;

বিমান ভ্রমণ ভাতা (প্রোগ্রামের জন্য যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক ভ্রমণ এবং প্রয়োজনীয় প্রোগ্রাম ইভেন্টে অভ্যন্তরীণ ভ্রমণ;

ফেলোশিপের জন্য প্রয়োজনীয় পেশাদার উন্নয়ন ভাতা যেমন ফিল্ড ট্রিপ, পেশাদার পরিদর্শন ও সম্মেলন।

আরও পড়ুনএসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক, মাসে আড়াই হাজার টাকা, মিলবে ২ বছর১৩ জুলাই ২০২৫আবেদনকারীর যোগ্যতা—

আবেদনকারীকে অবশ্যই তরুণ ও মধ্য পর্যায়ের নেতৃত্বশীল পদে থাকা পেশাজীবী হতে হবে, যার জনসেবায় দৃষ্টান্তমূলক কাজ ও পেশাগত জীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে

সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন, এমন কেউ আবেদন করতে পারবেন না

পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের শিক্ষা কার্যক্রম শেষ করার সনদ থাকতে হবে

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছর পূর্ণকালীন কাজ করার পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে (২০২৫ সালের আগস্টের আগে) এবং তাঁদের শিক্ষা ও কাজসংশ্লিষ্ট ক্ষেত্রের নীতিগত দিকগুলোয় আগ্রহ থাকতে হবে

শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা একাডেমিক গবেষক এই ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না। তাঁদের অবশ্যই ব্যবস্থাপনার দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে (ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবেন যদি কেউ বিদেশি ভাষা হিসেবে ইংরেজি শেখানোর দায়িত্ব পালন করেন)।

২০২৬ সালের আগস্টের আগে সাত বছরের মধ্যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের কোনো স্নাতক স্কুলে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময়ের জন্য লেখাপড়ায় অংশ নিয়ে থাকলে তিনি এই ফেলোশিপের জন্য অযোগ্য হবেন।

২০২৬ সালের আগস্টের আগে পাঁচ বছরের মধ্যে ছয় মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিজ্ঞতা থাকলে তিনি এই ফেলোশিপের জন্য যোগ্য হবেন না।

ইংরেজি লেখা ও কথা বলা উভয় ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং টোয়েফল স্কোর (ইন্টারনেটভিত্তিক) হতে হবে। প্রার্থীদের যাঁদের টোয়েফল স্কোরের বৈধ মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের নির্বাচনপ্রক্রিয়া শেষে টোয়েফল পরীক্ষায় অংশ নিতে হবে। (আমেরিকান সেন্টার কেবল নির্বাচিত প্রার্থীদের জন্য টোয়েফল পরীক্ষার ব্যবস্থা করবে।)

আবেদনকারীকে অবশ্যই ফেলোশিপের জন্য নির্ধারিত প্রয়োজনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও প্রতিশ্রুতি দেখানোর পাশাপাশি এ কথাও জানাতে হবে যে তিনি কীভাবে এই ফেলোশিপ থেকে উপকৃত হবেন, যা তিনি আগে কখনো হননি এবং হামফ্রে কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়া এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তাঁর নেই।

ফেলোশিপ শেষ হওয়ার পর বাংলাদেশে ফিরে আসতে হবে।

ফাইল ছবি প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ