বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
Published: 26th, July 2025 GMT
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চারটি ইউনিয়নে বিএনপির সদ্য গঠিত কমিটি বাতিলের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ শনিবার বিকেলে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতা–কর্মীরা এই অবরোধ করেন।
১৫ জুলাই উপজেলার বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন করা হয়। গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্যসচিব আবদুর রহমান কমিটিগুলো অনুমোদন করেন। এর পর থেকে কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আসছেন পদবঞ্চিত ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির বিক্ষুব্ধ নেতা–কর্মীরা। প্রথমে তাঁরা মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ ও প্রতিবাদসভা করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর নেতা–কর্মীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদের অনুরোধে বিকেল পাঁচটার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। নেতা–কর্মীদের অবরোধের কারণে ১৫ থেকে ২০ মিনিট মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীরা সদ্য গঠিত বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান। কমিটিগুলো টাকার বিনিময়ে করা হয়েছে, এমন অভিযোগ তুলে তাঁরা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ও সদস্যসচিব আবদুর রহমানকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী। এতে অন্যদের মধ্যে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল (রিমু), গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (পান্নু) ও গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে যাঁরা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, কমিটিতে তাঁদের মূল্যায়ন করা হয়নি। একসময় যাঁরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন, এই কমিটিতে তাঁদের স্থান দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীর অভিযোগ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব টাকার বিনিময়ে মনগড়া কমিটি দিয়েছেন। কমিটি ঘোষণার আগে তাঁরা উপজেলা কমিটির অন্য কোনো সদস্যের সঙ্গেও আলোচনা করেননি।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহর মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি। আর সদস্যসচিব আবদুর রহমান বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জেলা কমিটির সঙ্গে আলোচনা করেই কমিটিগুলো করা হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস যসচ ব র আহ ব য ক য বদল র স কম ট র স র সদস য র রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫