জবি দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবি
Published: 30th, July 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাফেটেরিয়া দ্রুত চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ।
বুধবার (৩০ জুলাই) প্রশাসনিক ভবনে সংগঠনটির নেতারা স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আপের জবি শাখার সংগঠক তাওহিদুল ইসলাম, তাফহিম রাফি, মেহরাব হোসেন অপি, আশিক আহমেদ রাতুল, মাবরুর বিন মাসুদ প্রমুখ।
আরো পড়ুন:
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিক্ষার্থী সাজিদ স্মরণে ইবিতে ব্যতিক্রমী আয়োজন
স্মারকলিপিতে তারা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ একটিমাত্র ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের চাহিদা মেটাতে পারছে না। দ্বিতীয় ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ শেষ হলেও গত ৬ মাস ধরে সেটি বন্ধ রয়েছে।
দ্বিতীয় ক্যাফেটেরিয়াটি চালু হলে শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে খাবার পাবেন এবং ভোগান্তি কমবে। এজন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
ইউনাইটেড পিপলস (আপ) জবি শাখার সংগঠক তাওহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত সমস্যা চলছে। দ্বিতীয় ক্যাফেটেরিয়ার অবকাঠামো নির্মাণ শেষ হলেও অদৃশ্য কারণে এটি চালু হয়নি। দ্রুত এটি চালু না হলে শিক্ষার্থীদের কষ্ট আরো বাড়বে।”
তিনি বলেন, “একটি জনবহুল বিশ্ববিদ্যালয়ে একটিমাত্র ক্যাফেটেরিয়া যথেষ্ট নয়। ফলে শিক্ষার্থীদের অনেককেই বাইরে গিয়ে ব্যয়বহুল খাবার কিনতে হচ্ছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফুডকোর্ট চালুর কথা ছিল অনেক আগেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছিল চলতি জুলাই মাসেই এটি চালু হবে। কিন্তু এখনো উদ্বোধনের তারিখ ঘোষণা হয়নি।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাঙালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৭ বছর। লাশটি অর্ধগলিত ছিল এবং নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা/এনাম/রাজীব