ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক চাপায় আশা আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশা আক্তার পারপুগী গ্রামের আবু সাঈদের স্ত্রী। আহতরা হলেন- আশার শাশুড়ি জুলেখা বেগম (৬৫) ও তার মেয়ে রোজিনা আক্তার (৩৫)। বর্তমানে তারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত

সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ এলাকার মেসার্স আঁখি হাস্কি মিলের সামনে পীরগঞ্জ-ঠাকুরগাঁওগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

সারোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/হিমেল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ঠ ক রগ

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ