রাশিয়ার পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার ক্রাশেনিনিকভ নামের আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হয় ছয় কিলোমিটার উঁচু ছাইয়ের কুণ্ডুলী।

গত সপ্তাহে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে রাশিয়ার পূর্বাঞ্চলে। বিজ্ঞানীদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ভূমিকম্পের প্রভাবে ৬০০ বছর পর প্রথমবারের মতো ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল।

ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির অবস্থান কামস্কটকা উপদ্বীপে। সেখানে এটিসহ বেশ কিছু আগ্নেয়গিরি রয়েছে। এসব আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হলে তা মোকাবিলার জন্য বিশেষ একটি সংস্থা রয়েছে। সেটির কামস্কাটকা ভলকানিক ইরাপশন টিম। সংস্থাটির প্রধান ওলগা গিরিনা রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে বলেন, ‘৬০০ বছর পর ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। ইতিহাসে প্রথমবার প্রমাণিত অগ্ন্যুৎপাতের ঘটনা এটি।’

কামস্কটকা উপদ্বীপে গত বুধবার ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। ১৯৫২ সালের পর ওই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পটি এত শক্তিশালী ছিল যে ফ্রেঞ্চ পলিনেশিয়া থেকে চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের পরপরই কামস্কটকায় সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লুচেভস্কয়েতে অগ্ন্যুৎপাত হয়। ওলগা গিরিনার মতে, ক্রাশেনিনিকভে অগ্ন্যুৎপাতের পেছনেও কারণ ছিল ভূমিকম্পের প্রভাব।

রাশিয়ার জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির উচ্চতা ১ হাজার ৮৫৬ মিটার। গতকাল অগ্ন্যুৎপাতের পর সেখানে সর্বোচ্চ ছয় কিলোমিটার উঁচুতে ছাই উড়তে দেখা যায়। ছাইয়ের কুণ্ডুলী পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল। তবে আশপাশে কোনো জনবসতি না থাকায় আশঙ্কার কিছু নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ম কম প

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া