‘কিরে, কেমন লাগছে?’, রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়
Published: 6th, August 2025 GMT
সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক মঞ্চে-এক সঙ্গে দেখা দিয়েছেন দেব-শুভশ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে টলিউডের তুমুল জনপ্রিয় এই জুটির ছবি ও ভিডিও। দীর্ঘদিন সিনেমার প্রচারে দুইজন কাছাকাছি এলেন, এক মঞ্চে দাঁড়ালেন, একজন অন্যজনকে ছুঁয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জন আরেকজনকে ফলো দিলেন। এরপর সেই জনপ্রিয় সংলাপ, আমার বন্ধু হবে?  
দেব-শুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও। রাজকে মনে করিয়ে দিয়েছেন, তার অতীত স্মৃতি। রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর পোস্ট ভাইরাল হয়েছে।
সেই পোস্টে শতাব্দী লিখেছেন, ‘‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো.                
      
				
আরো পড়ুন:
দেবের সঙ্গে শুভশ্রী, রাজের কী ঘুম হারাম?
জন্মদিনে কাজলকে কী বার্তা দিলেন অজয়?
উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজ-শতাব্দীর। সেই সময় পরিচালনায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে ক্যারিয়ার এগোচ্ছিলো। আর তখনই বিচ্ছেদ হয় এই জুটির। ২০১১ সালে ঘর ভাঙে তাদের। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।
সোমবার রাতে নেটিজেনরা যখন দেব-শুভশ্রীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখনই আসে শতাব্দী মিত্র’র পোস্ট। একটি কবিতাও লিখেছেন শতাব্দী। তিনি লিখেছেন— ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’
যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি ওই পোস্টে। তারপরেও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে অনেকেই গুগল স্লাইডসের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করেন। অনলাইনে ব্যবহারের সুযোগ থাকায় যেকোনো জায়গা থেকেই গুগল স্লাইডসের মাধ্যমে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। আর তাই ব্যবহারকারীদের সহজে প্রেজেন্টেশন তৈরির সুযোগ দিতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির সুবিধা যুক্ত করেছে গুগল।
গুগলের তথ্যমতে, জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন সুবিধা কাজে লাগিয়ে যেকোনো লেখা বা নথিকে মুহূর্তেই আকর্ষণীয় প্রেজেন্টেশনে রূপ দেওয়া যাবে। চাইলে শুধু প্রম্পট লিখেও নতুন প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। নিয়মিত যাঁরা প্রেজেন্টেশন তৈরি করেন, তাঁদের জন্য এটি হতে পারে বিশেষ সহায়ক। সময় বাঁচানোর পাশাপাশি এটি কাজকে সুন্দরভাবে উপস্থাপন করবে। জেমিনির ক্যানভাস টুল থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।
গুগল জানিয়েছে, জেমিনির নতুন সুবিধা ব্যবহার করে জটিল নথি, বিক্রয়ের প্রতিবেদনকে পেশাদার মানের প্রেজেন্টেশনে রূপান্তর করা যাবে। বৈঠকের সারসংক্ষেপ তৈরি করতেও এটি কাজে লাগানো যাবে। শিক্ষার্থীরা চাইলে নিজের প্রবন্ধ ও নোটকে স্লাইডে রূপান্তর করতে পারবেন। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি। প্রাথমিকভাবে জেমিনি প্রো ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই বিনা মূল্যে জেমিনি ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।
গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির পদ্ধতিজেমিনি ব্যবহার করে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। এ জন্য প্রথমে কম্পিউটার বা মুঠোফোনের ওয়েব সংস্করণে জেমিনি খুলে টুলবার থেকে ক্যানভাস অপশন বেছে নিতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ‘ক্রিয়েট আ প্রেজেন্টেশন’। এরপর প্রেজেন্টেশনের বিষয়বস্তু যোগ করতে হবে। চাইলে নিজের কোনো নথি আপলোড করেও তার ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করা যাবে। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস