সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক মঞ্চে-এক সঙ্গে দেখা দিয়েছেন দেব-শুভশ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে টলিউডের তুমুল জনপ্রিয় এই জুটির ছবি ও ভিডিও। দীর্ঘদিন সিনেমার প্রচারে দুইজন কাছাকাছি এলেন, এক মঞ্চে দাঁড়ালেন, একজন অন্যজনকে ছুঁয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জন আরেকজনকে ফলো দিলেন। এরপর সেই জনপ্রিয় সংলাপ, আমার বন্ধু হবে?

দেব-শুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও। রাজকে মনে করিয়ে দিয়েছেন, তার অতীত স্মৃতি। রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর পোস্ট ভাইরাল হয়েছে।

সেই পোস্টে শতাব্দী লিখেছেন, ‘‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো.

.. আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

আরো পড়ুন:

দেবের সঙ্গে শুভশ্রী, রাজের কী ঘুম হারাম?

জন্মদিনে কাজলকে কী বার্তা দিলেন অজয়?

উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজ-শতাব্দীর। সেই সময় পরিচালনায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে ক্যারিয়ার এগোচ্ছিলো। আর তখনই বিচ্ছেদ হয় এই জুটির। ২০১১ সালে ঘর ভাঙে তাদের। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

সোমবার রাতে নেটিজেনরা যখন দেব-শুভশ্রীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখনই আসে শতাব্দী মিত্র’র পোস্ট। একটি কবিতাও লিখেছেন শতাব্দী। তিনি লিখেছেন— ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি ওই পোস্টে। তারপরেও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন। 

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শত ব দ

এছাড়াও পড়ুন:

তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস

তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাস সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার জন্য ভারতের উপর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠকে চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত আসতে পারে। 

তবে ওপেক প্লাস জোটের মধ্যে ১০টি দেশ রয়েছে যারা ওপেকের সদস্য নয়। এই অসদস্য তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রাশিয়া এবং কাজাখস্তান রয়েছে। 

বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদনকারী এই জোট তেলের দামকে সমর্থন করার জন্য বেশ কয়েক বছর ধরে উৎপাদন কমিয়ে আসছিল। বাজারের অংশীদারিত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে চলতি বছর তারা পথ পরিবর্তন করেছে। তেল উৎপাদন বাড়াতে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে তারা এই পথ পরিবর্তন করেছে।

আটটি ওপেক প্লাস সদস্য এপ্রিল মাসে উৎপাদন বৃদ্ধি শুরু করে। এর ফলে জোটের তেল উৎপাদন দৈনিক ১ লাখ ৩৮ হাজার ব্যারেল বৃদ্ধি পায়, এরপর মে, জুন এবং জুলাই মাসে ৪ লাখ ১১ হাজার ব্যারেল এবং আগস্টে ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল বৃদ্ধি পায়।

অবশ্য এরপরেও তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে সর্বনিম্ন ৫৮ ডলারের কাছাকাছি ছিল। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নেতা হইছোস? সরকারের বিরুদ্ধে আন্দোলন করো?’
  • ছবি পোস্ট করে কটাক্ষের শিকার, ক্ষুব্ধ শ্রীময়ী
  • প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন
  • এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে সোহান-সৌম‌্য-সাইফ
  • হামলার পর সাঁওতালপাড়া ফাঁকা
  • মোহাম্মদ সিরাজ: বুমরাহীন ভারতের শেষ আশার নাম
  • নড়াইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি
  • দমার চরের বিরল পানিকাটা
  • তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস