অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন ১৯৯১ সালে। কিন্তু নব্বই দশকে একের পর এক ছবি ফ্লপ হওয়ায় প্রযোজক-পরিচালকেরা মুখ ফিরিয়ে নেন, কেউ কেউ খোলাখুলি বিদ্রূপও করেছিলেন। আজ সেই অভিনেতাই বলিউডের অন্যতম সফল অভিনেতা। তিনি আর কেউ নন, অক্ষয় কুমার।
অক্ষয় কুমারের ক্যারিয়ার যেন এক রোলার কোস্টার। তাঁর প্রথম ছবি ‘সওগন্ধ’ (১৯৯১) তেমন সাড়া ফেলেনি, কিন্তু পরের বছর ‘খিলাড়ি’ তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ও ‘সংঘর্ষ’-এর মতো কিছু ছবিতে সাফল্য এলেও অধিকাংশ ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। একপর্যায়ে তাঁকে ‘অযোগ্য’, ‘ফ্লপ মেশিন’ হিসেবে আখ্যা দিয়ে প্রায় অচ্ছুত করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই।

সে সময়েই পরিচালকের ভূমিকায় নামেন সুনীল দর্শন। তখন তিনি ‘জানওয়ার’ নামে একটি ছবি করতে চাইছিলেন সানি দেওলকে নিয়ে। কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্বে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপর প্রস্তাব যায় অজয় দেবগনের কাছে। ছবিটি করার ব্যাপারে আগ্রহীও ছিলেন অজয়। ঠিক তখনই হঠাৎ হাজির অক্ষয় কুমার।
‘১৩-১৪টা ফ্লপের পর ওর হাতে কিছুই ছিল না’

নব্বই দশকে অক্ষয় কুমার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। রবিবার (৩ আগস্ট) বিকেলে রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার রাত ১টা ৩৪ মিনিটে ভারতীয় একটি মোবাইল একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। যেটা আমার অপরিচিত নম্বর ছিল। তাই আমি গুরুত্ব দেইনি। পরে ওই নম্বর থেকে অনেকবার ফোন ও মেসেজ আসে। একপর্যায়ে আমি ফোন রিসিভ করে কে বলছেন- জানতে চাই। তখন ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলে, মোখলেছুর রহমান বলছেন? ওসি ছাতক থানা। আমি উত্তর দেই হ্যাঁ। আমি ওনাকে জিজ্ঞাসা করি, কে বলছেন? সে তখন উত্তর দেয়, আমার পরিচয় পরে দেব, আওয়ামী লীগ হারায় নাই, ১০ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব। এ কথা শুনে আমি ফোন কেটে দেই। বুঝতে পারি, তার উদ্দেশ্য ভালো নয়।’’

ওসি বলেন, ‘‘এরপর একাধিকবার সে আমাকে মেসেজ দিয়েছে, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন’, ‘আওয়ামী লীগ হারাইয়া যায় নাই’ , ‘আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে’, ‘বিষয়টা মাথায় রাইখেন’। আমি তখন তাকে মেসেজ দিয়ে জানালাম, পরিচয় দিয়ে মেসেজ দেবেন দয়া করে। এরপর সে মেসেজ দেয়, ‘দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। মাইন্ড ইট।’’

আরো পড়ুন:

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি এ ঘটনায় থানায় জিডি করেছেন বলে জানান মোখলেছুর রহমান আকন্দ।

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ছবি পোস্ট করে কটাক্ষের শিকার, ক্ষুব্ধ শ্রীময়ী
  • প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন
  • এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে সোহান-সৌম‌্য-সাইফ
  • হামলার পর সাঁওতালপাড়া ফাঁকা
  • নড়াইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি
  • দমার চরের বিরল পানিকাটা
  • তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস
  • রাবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ
  • ‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি