রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু আরিফুল ইসলামের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তাররা। এ সময় ড্যাবের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফুলের মা তার সন্তানকে চিকিৎসা করাতে নিজের জমি বিক্রি করেছেন—এমন খবর পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সেল দ্রুত ব্যবস্থা নেয়।

তিন মাসের চিকিৎসা শেষে সোমবার (১১ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা.

ফরহাদ হালিমের তত্ত্বাবধানে কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে আরিফুলের ঔষধ ও পরবর্তী চিকিৎসার বিষয়ে করণীয় নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক আহমেদ, ডা. এম আর হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. মন্নাসির জামান রেমো, ডা. আদনান আহসান চৌধুরী, নাফিস বিন শামীম, নাজিউর নাঈম, শাহরিয়ার রহমান শাকিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, মো. মারুফ হাসান, মো. খায়রুল ইসলাম শাওন প্রমুখ।

২০২৩ সালে একটি দুর্ঘটনায় আহত হয়ে আরিফুল ইসলাম প্যারালাইজড হন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অসহায় মা ও পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন।

ঢাকা/নাজমুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন আর ফ ল

এছাড়াও পড়ুন:

এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’

নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।

এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ