‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম
Published: 23rd, November 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় জাতীয় পার্টির জ্যেষ্ঠ অনেক নেতার বিরুদ্ধে দেওয়া ‘মিথ্যা মামলা’এবং বিদেশ যাত্রায় দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না। বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে আজ রোববার সন্ধ্যায় এক বৈঠকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।
দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পার্টির এই অংশের প্রতিনিধিদলে আরও ছিলেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আনিসুল ইসলাম কমনওয়েলথ মহাসচিবকে বলেছেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নেই। প্রশাসন দুই ভাগে বিভক্ত। মব কালচার এখনো চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই -আগস্টের দায়ের করা মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এ ছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে যদি এসব মামলা প্রত্যাহার করা না হয় এবং একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে আজ রোববার বেলা ১১টায় বৈঠকে বসেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তাঁরা বৈঠকে বসেন।
আরও পড়ুনবাংলাদেশের সংস্কারপ্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ১১ জুন ২০২৫বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন অংশ নেন। অন্যদিকে, শার্লির নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
কমনওয়েলথ মহাসচিব গত বৃহস্পতিবার পাঁচদিনের সফরে ঢাকা আসেন।
আরও পড়ুনকমনওয়েলথ মহাসচিব শার্লি ঢাকায় আসছেন আজ২০ নভেম্বর ২০২৫