বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া
Published: 23rd, November 2025 GMT
বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম নবী মুরাদের উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দা কেএনসেন রোডস্থ উল্লেখিত নেতার বাস ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির হাই কমান্ড তাদের ইচ্ছানুযায়ী আমাদের বহিস্কার করেছিল পূনরায় তারা আবার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে।
আমাদের শেষ ঠিকানা বিএনপি। বিএনপির পতাকাতলেই আমাদের ধ্যান-জ্ঞান। আমাদের সহযোদ্ধা আরো দুজন সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহমেদের বহিস্কারাদেশও অচিরেই প্রত্যাহার হবে। আমি সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের সুস্বাস্থ্য কামনাসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৫ নং ওযার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মেম্বার, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ, হাজী মোক্তার হোসেন, ওলিদ, শাহীন, আরমান মৃধা, দেলোয়ার হোসেন, নাদিম মাহামুদ, আক্তারুজ্জামান, দেলোয়ার হোসেন, টাকিন বাদশা, এবাদুল্লাহ ও আজিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাকান্দা বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের তোবারক বিতরন করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আম দ র ব এনপ
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জের দুই পৌর এলাকায় গ্যাস নেই, ভোগান্তি চরমে
মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা এলাকায় দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে গ্যাস পাইপ ফেটে সরবরাহ বন্ধ হয়ে যায়। রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।
গ্যাসের অভাবে দেখা দিয়েছে জনভোগান্তি। কেউ রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। অনেকে মাটির চুলায় রান্না করছেন। সিলিন্ডার গ্যাসে রান্না করছেন কেউ কেউ।
মুন্সীগঞ্জে শহরের বাগমামুদালী পাড়ার বাসিন্দা স্কুলশিক্ষিকা খালেদা আক্তার বলেছেন, গ্যাস না থাকায় শনিবার রাতে হোটেল থেকে খাবার কিনে এনে খেয়েছি। রবিবার ভোরে ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে আবার সেই হোটেলের খাবারই পরিবারের সবাই খেয়েছি। কবে গ্যাসের চুলায় রান্না করতে পারব, সে চিন্তায় আছি।
শহরের মালপাড়া এলাকার গৃহিনী শামীমা নাসরিন বেলী জানিয়েছেন, তার বাসায় রান্নার জন্য গ্যাসের বিকল্প ব্যবস্থা নেই। রেস্তোরাঁর খাবারের ওপর ভরসা করতে হচ্ছে। পরোটা-ভাজি খেয়ে খেয়ে পেটে পীড়া হয়েছে।
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফুতল্লা জোনাল ম্যানেজার আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, শনিবার বিকেল ৫টার দিকে পঞ্চবটি এলাকায় ৪০ ফুট মাটির নিচে সঞ্চালন লাইনে লিকেজ ও ফাটল দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শনিবার রাতভর মাটি খনন করা হয়। রবিবার সকাল থেকেও ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছে। পাইপলাইন মেরামত হলে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার শরীফুল ইসলাম বলেছেন, মুন্সীগঞ্জের সাড়ে ১৩ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। নারায়ণগঞ্জে পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। পাইপ মেরামত করা হচ্ছে। মেরামতকাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
ঢাকা/রতন/রফিক