সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই একটি জটিল অর্থনীতি পরিস্থিতিতে পড়েছে। অর্থনীতি পরিস্থিতি এটা উত্তাধিকার সূত্রে পেয়েছে। সেটা শ্বেতপত্রের ভেতর দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। মূল্যস্ফীতি যেটুকু কমেছিল, সেটা আবার ঊধ্বর্মুখী হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি।” 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। ইউনিটি অ্যাসোসিয়েশনে উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “দেশে চাল, তেল, সবজির দাম বেড়েছে। এরকম যদি বাড়তে থাকে এবং যদি মজুরি এবং বেতনের সামঞ্জস্য না থাকে তাহলে দেখা যাচ্ছে, দারিদ্র্যের হার বাড়ছে, বৈষম্য বাড়ছে এবং পুষ্টিহীনতা এটার সঙ্গে যুক্ত হয়েছে। এ রকম অর্থনৈতিক অবস্থায় পরিস্থিতি যদি আবার জটিল হয় তাহলে যে নির্বাচন ও রাজনৈতিক উত্তরণ চাচ্ছি সেটা বাধাগ্রস্ত হবে।” 

তিনি আরো বলেন, “অর্থনীতির অবস্থা কোনভাবেই খারাপ হতে দেওয়া যাবে না। সবাই এখন নির্বাচন, সনদ ও সংবিধান নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এটার কারণে বিনিয়োগ, কর্মসংস্থান ও মজুরি এগুলোয় নজর দেওয়া কম হচ্ছে, সেইদিকেই আমরা দৃষ্টি আর্কষণ করছি।” 

সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম জাহাঙ্গীর হোসেন। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, লুৎফর রহমান মতিন এবং মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম।

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ