গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া অনিরাপদ ও অসম্ভব: রেডক্রস
Published: 30th, August 2025 GMT
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা শহর থেকে ব্যাপকভাবে সরিয়ে নেওয়ার সময় জনগণকে নিরাপদ রাখা অসম্ভব হবে, কারণ ইসরায়েল তাদের আক্রমণ তীব্রতর করছে। শনিবার রেড ক্রসের সভাপতি মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছেন।
প্রায় ২৩ মাস ধরে চলা যুদ্ধের পর হামাসকে ধ্বংস করার লক্ষ্যে গাজা শহর থেকে শুরু করে পুরো গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ইসরায়েল।
মিরজানা স্পোলজারিক বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে গাজা শহর থেকে ব্যাপকভাবে লোকজনকে সরিয়ে নেওয়া অসম্ভব।”
তিনি জানিয়েছেন, খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে, এই স্থানান্তরের ফলে ব্যাপক জনসংখ্যার স্থানচ্যুতি ঘটবে, যাদেরকে গাজা উপত্যকার অন্য কোনো অঞ্চল গ্রহণ করতে সক্ষম নয়।
ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার বলেছে, “ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার জন্য গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান কৌশল ও আক্রমণাত্মক অভিযানের পাশাপাশি মানবিক প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে।”
ইসরায়েল বেসামরিক নাগরিকদের ফিলিস্তিনি ছিটমহলের দক্ষিণে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
স্পোলজারিক জানিয়েছেন, গাজা শহরের অনেক মানুষ ক্ষুধার্ত, অসুস্থ বা আহত হওয়ার কারণে তারা সরে যাওয়ার নির্দেশ মানতে পারবে না।
আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে, সরিয়ে নেওয়ার আদেশ জারি করার সময় বেসামরিক নাগরিকদের আশ্রয়, নিরাপত্তা ও খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
স্পোলজারিক বলেছেন, “গাজায় বর্তমানে এই শর্তগুলো পূরণ করা সম্ভব নয়। এটি বর্তমান পরিস্থিতিতে যে কোনো স্থানান্তরকে কেবল অসম্ভবই নয় বরং অবোধগম্যও করে তোলে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।